দামুড়হুদায় ভিজিএফ’র কার্ড দেওয়ার নাম করে অর্থ আদায়ের অভিযোগ : ইউনও বরাবর লিখিত অভিযোগ দায়ের
- আপলোড টাইম : ০৫:১৫:১১ পূর্বাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০১৭
- / ৪৪১ বার পড়া হয়েছে
দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ড সদস্য লুৎফর মল্লিকের বিরুদ্ধে ভিক্ষুক ও প্রতিবন্ধিদের কাছ থেকে ভিজিএফ’র কার্ড দেওয়ারর নাম করে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। এঘটনায় ওই ইউপি সদসস্যের বিরুদ্ধে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ করেছেন ভূমিহীন বৃদ্ধা ভিক্ষুক জহুরা বেগম (৫৫) তার ও প্রতিবন্ধিী স্বামী মোতালেব (৬২)।
জানা গেছে, দামুড়হুদা সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ড সদস্য ইউপি সদস্য লুৎফর মল্লিক চিৎলা পশ্চিমপাড়ার ভূমিহীন বৃদ্ধা ভিক্ষুক জহুরা বেগম (৫৫) প্রতিবন্ধী স্বামী মোতালেব (৬২) কে ভিজিএফ’র কার্ড করে দেওয়ার নাম করে দু’হাজার টাকা নেন। ভিক্ষুক জহুরা বেগম খেয়ে না খেয়ে অতি কষ্টে ২ হাজার টাকা জোগাড় করে লুৎফর মেম্বারের হাতে তুলে দেন বলে এই প্রতিবেদককে জানায়। টাকার দেওয়ার দীর্ঘদিন পরেও ভিজিএফ’র কার্ড করে না দিয়ে লুৎফর মেম্বার তাদের ঘোরাতে থাকে বলে ভিক্ষুক জহুরা বেগম অভিযোগ করেন সাংবাদিকদের কাছে জানান। এরই একপর্যায়ে অধৈর্য হয়ে ভিক্ষুক জহুরা বেগম জনসম্মুখে মেম্বারের কাছে জানতে চাইলে মেম্বার উত্তপ্ত হয়ে জহুরা বেগমকে অকথ্য ভাষায় গালিগালাজ করে বলে জহুরা জানায়। এসময় জহুরা বেগম নিজেকে সংযত করতে না পেরে জন সম্মুখেই লুৎফর মেন্বার স্যান্ডেল দিয়ে মারতে যায়। ঘটনা জানাজানি হওয়ার প্রতিবেদক তদন্তের স্বার্থে জহুরা বেগমের বাড়ীতে গেলে কান্নায় ভেঙ্গে পড়েন প্রতিবন্ধী মোতালেব ও তার স্ত্রী ভিক্ষুক জহুরা বেগম। তারা বললেন অসহায় বলে আমাদের দেখার কি কেউ নেই??
এব্যাপারে লুৎফর মেম্বারের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি প্রথমে বিষয়টি অস্বীকার করেন। পরে জহুরা বেগমের সাথে কথোপকথের ভিডিও ও রেকর্ডিং এর কথা জানালে, তিনি বলেন আমার সবাইকে ম্যানেজ করা আছে যা পারেন তা করে নেন। আমার কিছুই হবে না।
এ ব্যাপারে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হাসানের কাছে জানতে চাইলে তিনি বলেন, এ ব্যাপারে লিখিত অভিযোগ পেয়েছি, তদন্তপূর্বক যথাযথ ব্যবস্থা গ্রহন করা হবে।