শিরোনাম:
মেহেরপুরে শেখ হাসিনার কারাবন্দী দিবস উপলক্ষে সমাবেশ ও র্যালী করেছে জেলা ছাত্রলীগ
সমীকরণ প্রতিবেদন
- আপলোড টাইম : ০৫:১৪:০১ পূর্বাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০১৭
- / ৪৮৬ বার পড়া হয়েছে
মেহেরপুর প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবন্দী দিবস পালন উপলক্ষে সমাবেশ ও র্যালী করেছে মেহেরপুর জেলা ছাত্রলীগ। গতকাল রবিবার সকাল ১১ টার দিকে মেহেরপুর সরকারী কলেজের শহীদ রেজাউল চত্বর থেকে জেলা ছাত্রলীগের সভাপতি বারিকুল ইসলাম লিজনের নেতৃত্বে একটি র্যালী বের করা হয়। র্যালিটি প্রধান সড়ক হয়ে কলেজ মোড় প্রদক্ষিণ করে একই স্থানে যেয়ে শেষ হয়। র্যালি শেষে সমাবেশে বক্তব্য দেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা, সহসভাপতি সালিউল্লাহ সোহাগ,সাংগঠনিক সম্পাদক জাব্বারুল ইসলাম, দপ্তর সম্পাদক সাজিদুর রহমান সেতু, দুলাল মাহামুদ, খন্দকার বায়েজিহদ হোসেনসহ ছাত্রলীগের নেতাকর্মীরা।
ট্যাগ :