ইপেপার । আজ বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫

আগামী নির্বাচনে দুনীর্তিবাজ অসৎ নেতৃত্ব পরিহার করুন-নুর আহম্মেদ বকুল

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৫:০৯:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০১৭
  • / ৪৫৩ বার পড়া হয়েছে

গাংনীতে ওয়র্কাস পাটি সংগঠনদের সভায় কমরেড নুর আহম্মেদ বকুল
আগামী নির্বাচনে দুনীর্তিবাজ অসৎ নেতৃত্ব পরিহার করুন
IMG_3205

গাংনী অফিস: মেহেরপুরের গাংনীতে ওয়ার্কাস পাটি সংগঠনদের সভায় প্রধান অতিথির বক্তব্য ওয়ার্কাস পাটির পলিট ব্যুরো সদস্য নুর আহম্মেদ বকুল বলেছেন, দেশের উন্নয়ন অগ্রগতি, অসাম্প্রদায়িক গণতান্ত্রিক ধারা অব্যহত রাখা, মুক্তিযুদ্ধেওচেতনা সমুন্নতরেখে পুণরায় ১৪ দলের সরকার গঠন করতে হবে। জনগনের র্স্বাথে ও দেশের উন্নয়নে সর্ব স্থরের দুনীর্তিবাজ ও অসৎ নেতৃত্ব পরিহার করতে হবে। ১৪ দলের শরীকদল ওয়ার্কাস পাটি এটা পরিস্কার ভাবে মনে করে। গতকাল গাংনী উপজেলা কাযালয়ে সংগঠনদের আলোচনা সভা জেলা ওয়ার্কাস পাটির সভায় জেলা ওয়াকার্স পাটির সাধারণ সম্পাদক কমরেড আব্দুল মাবুদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা নেতা মজনুল হক, গোলাম মাষ্টার, আব্দুল রশিদ, আরজ আলী, বিল্লাল হোসেন, সাহাবুল, আজিজুল ইসলাম মমতাজ, হাসেম আলী ও ওমর ফারুকসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

আগামী নির্বাচনে দুনীর্তিবাজ অসৎ নেতৃত্ব পরিহার করুন-নুর আহম্মেদ বকুল

আপলোড টাইম : ০৫:০৯:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০১৭

গাংনীতে ওয়র্কাস পাটি সংগঠনদের সভায় কমরেড নুর আহম্মেদ বকুল
আগামী নির্বাচনে দুনীর্তিবাজ অসৎ নেতৃত্ব পরিহার করুন
IMG_3205

গাংনী অফিস: মেহেরপুরের গাংনীতে ওয়ার্কাস পাটি সংগঠনদের সভায় প্রধান অতিথির বক্তব্য ওয়ার্কাস পাটির পলিট ব্যুরো সদস্য নুর আহম্মেদ বকুল বলেছেন, দেশের উন্নয়ন অগ্রগতি, অসাম্প্রদায়িক গণতান্ত্রিক ধারা অব্যহত রাখা, মুক্তিযুদ্ধেওচেতনা সমুন্নতরেখে পুণরায় ১৪ দলের সরকার গঠন করতে হবে। জনগনের র্স্বাথে ও দেশের উন্নয়নে সর্ব স্থরের দুনীর্তিবাজ ও অসৎ নেতৃত্ব পরিহার করতে হবে। ১৪ দলের শরীকদল ওয়ার্কাস পাটি এটা পরিস্কার ভাবে মনে করে। গতকাল গাংনী উপজেলা কাযালয়ে সংগঠনদের আলোচনা সভা জেলা ওয়ার্কাস পাটির সভায় জেলা ওয়াকার্স পাটির সাধারণ সম্পাদক কমরেড আব্দুল মাবুদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা নেতা মজনুল হক, গোলাম মাষ্টার, আব্দুল রশিদ, আরজ আলী, বিল্লাল হোসেন, সাহাবুল, আজিজুল ইসলাম মমতাজ, হাসেম আলী ও ওমর ফারুকসহ বিভিন্ন নেতৃবৃন্দ।