ইপেপার । আজ রবিবার, ২৩ মার্চ ২০২৫

দর্শনায় ঐতিহ্যবাহি ঝাঁপান খেলায় সাপ খেয়ে দর্শক মাতালেন সাপুড়ে

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৫:০৭:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০১৭
  • / ৫০৯ বার পড়া হয়েছে

IMG_20170716_224328ওয়াসিম রয়েল: দর্শনা দক্ষিন চাঁদপুরে ঝাঁপান খেলায় দাত দিয়ে জীবিত সাপের চামড়া ছুলে খেয়ে দর্শক মাতালেন সাপুড়ে জালাল। আশ্চর্য এ সাপ খাওয়ার ঘটনাটি ঘটেছে গতকাল বিকালে। ঘটনাটি এতদিন মুখে মুখে শোনা গেলেও বাস্তবে রুপান্তরিত করে সাপুড়ে জালাল।
জানা গেছে, দক্ষিন চাঁদপুর গ্রামের সাপুড়েদের উদ্যেগে গতকাল সকালে মৃত রওশন মল্লিকের কাঠাল বাগানের ভিতরে এক ঝাপান খেলার আয়োজন করে। উক্তো খেলায় বেশ কয়েকটি সাপুড়ের দল অংশ গ্রহন করেন। সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে এ ঝাপান খেলা চলতে থাকে। এসময় দক্ষিন চাঁদপুর গ্রামের বাহার মন্ডলের ছেলে জালাল সাপুড়ে দর্শকদের আনান্দ দেওয়ার জন্য জীবিত সাপ নিজের দাত দিয়ে মাথা কেটে ফেলে এবং নিজেয় দাত দিয়ে চামড়া ছুলে কামড়ে কামড়ে একটি আস্ত সাপ খেয়ে ফেলে। এ অবিশ্যাস্য ঘটনা দেখিয়ে সকলের মন কেড়ে নেয় সাপুড়ে জালাল। এ ঝাপান খেলা দেখার জন্য এলাকাসহ কয়েকশ লোকের সমাগম ঘটে কাঠাল বাগানে। ঝাপান খেলাটি পরিচালনা করেন নজির ও আশা।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

দর্শনায় ঐতিহ্যবাহি ঝাঁপান খেলায় সাপ খেয়ে দর্শক মাতালেন সাপুড়ে

আপলোড টাইম : ০৫:০৭:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০১৭

IMG_20170716_224328ওয়াসিম রয়েল: দর্শনা দক্ষিন চাঁদপুরে ঝাঁপান খেলায় দাত দিয়ে জীবিত সাপের চামড়া ছুলে খেয়ে দর্শক মাতালেন সাপুড়ে জালাল। আশ্চর্য এ সাপ খাওয়ার ঘটনাটি ঘটেছে গতকাল বিকালে। ঘটনাটি এতদিন মুখে মুখে শোনা গেলেও বাস্তবে রুপান্তরিত করে সাপুড়ে জালাল।
জানা গেছে, দক্ষিন চাঁদপুর গ্রামের সাপুড়েদের উদ্যেগে গতকাল সকালে মৃত রওশন মল্লিকের কাঠাল বাগানের ভিতরে এক ঝাপান খেলার আয়োজন করে। উক্তো খেলায় বেশ কয়েকটি সাপুড়ের দল অংশ গ্রহন করেন। সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে এ ঝাপান খেলা চলতে থাকে। এসময় দক্ষিন চাঁদপুর গ্রামের বাহার মন্ডলের ছেলে জালাল সাপুড়ে দর্শকদের আনান্দ দেওয়ার জন্য জীবিত সাপ নিজের দাত দিয়ে মাথা কেটে ফেলে এবং নিজেয় দাত দিয়ে চামড়া ছুলে কামড়ে কামড়ে একটি আস্ত সাপ খেয়ে ফেলে। এ অবিশ্যাস্য ঘটনা দেখিয়ে সকলের মন কেড়ে নেয় সাপুড়ে জালাল। এ ঝাপান খেলা দেখার জন্য এলাকাসহ কয়েকশ লোকের সমাগম ঘটে কাঠাল বাগানে। ঝাপান খেলাটি পরিচালনা করেন নজির ও আশা।