কেন্দ্রীয় কমিটির নেতা নির্বাচিত হওয়ায় চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান সাহান ও সাজুকে অভিনন্দন জানালেন
- আপলোড টাইম : ০৫:০৪:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০১৭
- / ৬১৮ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জেলা পরিষদ মেম্বারস এসোসিয়েশন কেন্দ্রীয় পরিষদের কার্যনির্বাহী কমিটির খুলনা বিভাগীয় সমন্বয়কারী হিসাবে চুয়াডাঙ্গা জেলা পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য শহিদুল ইসলাম সাহান এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে চুয়াডাঙ্গা জেলা পরিষদের ২নং ওয়ার্ডের সদস্য মাফলুকাতুর রহমান সাজু নির্বাচিত হয়েছেন। চুয়াডাঙ্গা জেলা পরিষদের দুই সদস্য শহিদুল ইসলাম সাহান এবং মাফলুকাতুর রহমান সাজু কেন্দ্রীয় কমিটির নেতা নির্বাচিত হওয়ায় চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ সামসুল আবেদীন খোকন ও চুয়াডাঙ্গা জেলা পরিষদের সকল সদস্যবৃন্দ শুভেচ্ছা ও অভিবনন্দন জানিয়েছেন। গত ১৩ জুলাই ঢাকা ফার্মগেট হোটেল গিভেন্সি কনভেনশন হলে জেলা পরিষদ সদস্য/ সদস্যাবৃন্দদের উপস্থিতিতে বাংলাদেশ জেলা পরিষদের মেম্বারস এসোসিয়েশনের ১০১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।