ভারপ্রাপ্ত অধ্যক্ষর বিরুদ্ধে আইন অমান্য করার অভিযোগ
- আপলোড টাইম : ০৫:০৩:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০১৭
- / ৩৩৯ বার পড়া হয়েছে
ভারপ্রাপ্ত অধ্যক্ষর বিরুদ্ধে আইন অমান্য করার অভিযোগ
কালীগঞ্জ এমইউ কলেজের অধ্যক্ষকে স্বপদে পুনঃবহাল করতে চিঠি
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা শহরের মাহতাব উদ্দীন ডিগ্রী কলেজের অধ্যক্ষ ড. মো. মাহবুবুর রহমানকে এবার স্বপদে পুনঃবহাল করার নির্দেশ দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। গত ১০ জুলাই বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর মহোদয়ের আদেশে কলেজ পরিদর্শক ডক্টর মো. মনিরুজ্জামান স্বক্ষরিত একটি চিঠি অত্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বরাবর প্রেরণ করেছেন। একই দিন পৃথক স্বারকে কলেজ পরিদর্শক ডক্টর মো. মনিরুজ্জামান স্বক্ষরিত আরো একটি চিঠি দেন গভর্নিং বডির সভাপতিকে। চিঠিতে বলা হয়েছে কলেজের অধ্যক্ষ ড. মো. মাহবুবুর রহমানকে পুনর্বহালের বিষয়ে মন্ত্রনালয় কর্তৃক প্রেরিত পত্রের আলোকে গভর্নিং বডির সভায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করে বিশ্ববিদ্যালয়কে অবহিত করলেই ¯œাতক (সম্মান) শিক্ষাতার্যক্রমে অধিভুক্তির বিষয়টি বিবেচনা করা হবে। উল্লেখ্য, অধ্যক্ষ মাহবুবুর রহমান ২০১৪ সালের সেপ্টেম্বরে হজ্ব ব্রত পালন করতে সৌদি আরবে যায়। এরপর সে দেশে ফিরে আসার আগেই ২৬ অক্টোবর নিয়ম বহির্ভূতভাবে কলেজের পরিচালনা পরিষদ তাকে সাময়িক বরখাস্ত করে। এরপর অধ্যক্ষ মাহবুবুর রহমান আইনের আশ্রয় গ্রহন করে। এর আগে গত ৩/১২/২০১৬ তারিখে মহামান্য হাইকোর্টের এক আদেশের প্রেক্ষিতে কলেজের গভর্ণিং বডির সভাপতিকে অধ্যক্ষ ড. মোঃ মাহবুবুর রহমানকে স্বপদে পুনঃবহালের এই নির্দেশনা দেয়। সে সময় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের কলেজ শাখা-৩ এর সহকারী পরিচালক মোঃ হেলাল উদ্দীন স্বাক্ষরিত একটি পত্রে তাকে স্বপদে পুনঃবহাল করার নির্দেশ দেয়। যা ৬/১২/২০১৬ ইং সংশ্লিষ্ট দপ্তরে ওয়েব সাইডে চিঠিটি প্রকাশ করা হয়। যার স্বারক নম্বর ৭জি-১১১/(ক-৩)/অংশ-২/০৮/৯১৪৩(৬)। অভিযোগ রয়েছে, ঐতিহ্যবাহি এই শিক্ষা প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এম এ মজিদ ও কতিপয় দূর্নীতিবাজ শিক্ষক গভর্নিংবডির সভাপতিকে ভুল বুঝিয়ে অধ্যক্ষ ড. মোঃ মাহবুবুর রহমানকে হয়রানি করে আসছে। বিষয়টি নিয়ে আদালত, শিক্ষা অধিদপ্তর ও সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় একাধিকবার স্বপদে পুনর্বহালের নির্দেশ দিলেও তা অমান্য করে আসছে গভর্নিংবডি এবং দূর্নীতিবাজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ এমএ মজিদ। স্বপদে বহালের আদশে পাওয়া অধ্যক্ষ ড. মোঃ মাহবুবুর রহমান জানান, আমি ন্যায় বিচার পেয়েছি। এর আগেও আমাকে চার্জ দেবার জন্য নির্দেশ দিয়েছিলো, কিন্তু কলেজ কর্তৃপক্ষ টালবাহানা করেছে। বিষয়টি নিয়ে সরকারী কারণের অপেক্ষায় থাকা মাহতাব উদ্দীন ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মজিদ জানান, অধ্যক্ষকে পুনঃবহাল করার নির্দেশনার কোন চিঠি পায়নি। এছাড়া এর আগে যে চিঠি এসেছিল তার জবাব দেওয়া হয়েছে।