আলমডাঙ্গায় সাবেক সহকারি অধ্যাপক আবু দাউদের ইন্তেকাল
- আপলোড টাইম : ০৪:৫৭:২০ পূর্বাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০১৭
- / ৩৮০ বার পড়া হয়েছে
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা ডিগ্রি কলেজের সাবেক সহকারি অধ্যাপক আবু দাউদ গতকাল সকাল ৬ টায় ময়মনসিংহ মেডিকেল কলেজে ইন্তেকাল করেছেন। ইন্না…রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। পারিবারিক সূত্রে জানা যায়, বেশ কিছু দিন থেকে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি চিকিৎসারত ছিলেন। আলমডাঙ্গার চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজে ভর্তি হন। গতকাল সকাল ৬ টার দিকে চিকিৎসারত অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর সংবাদে পরিবারে শোকের ছায়া নেমে আসে। গতকাল দুপুরের দিকে তার লাশ আলমডাঙ্গায় পৌছালে তাকে এক নজর দেখার জন্য আলমডাঙ্গার বিভিন্ন মহলের লোকজন তার দীর্ঘদিনের কর্মস্থল আলমডাঙ্গা ডিগ্রি কলেজের শিক্ষকবৃন্দ, ব্যবসায়ীরা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। গতকাল বাদ আসর আলমডাঙ্গা দারুস সালাম ঈদগাহ ময়দানে মরহুমের নামাযের জানাযা অনুষ্ঠিত হয়। জানাযায় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা পৌর মেয়র মরহুমের চাচাতো ভাই হাসান কাদির গনু, বীর মুক্তিযোদ্ধা ডাঃ শাহাব উদ্দিন সাবু, বীর মুক্তিযোদ্ধা শেখ নূর মোহাম্মদ জকু, আলমডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র আলহাজ¦ মীর মহি উদ্দিন, মরহুমের ভাই ইছা মিয়া, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার, আলমডাঙ্গা ডিগ্রি কলেজের প্রভাষক আলম হোসেন, সাবেক অধ্যক্ষ আলহাজ¦ নজরুল ইসলাম, তাপস রশীদ, মোনায়েম হোসেন, জাহিদুল ইসলাম, নূর ইসলাম, আলহাজ¦ নুরুল ইসলাম, আলহাজ¦ বাবলু মিয়া, ওল্টু মিয়াসহ শত শত মানুষ জানযায় অংশ নেয়। জানযা শেষে দারুস সালাম কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।