শিরোনাম:
আলমডাঙ্গার পারকুলা-মোনাকষা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত
সমীকরণ প্রতিবেদন
- আপলোড টাইম : ০৪:৫৬:২৫ পূর্বাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০১৭
- / ৪৪২ বার পড়া হয়েছে
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার ১০০ নং পারকুলা-মোনাকষা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সভাপতি নির্বাচিত হয়েছেন মিজানুর রহমান (জমির) মেম্বার। গতকাল ১৬ জুলাই ১ টা ৩০ মিনিটে ঐ বিদ্যালয়ে বিরতীহীনভাবে ভোট শুরু হয়ে শেষ হয় ২ টা ১০ মিনিটে। মোট ভোটার সংখ্যা ছিল ১১ জন। বাতিল হয়েছে ১টি ভোট। স্কুল সূত্রে জানাগেছে, পারকুলা-মোনাকষা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির মেয়াদ শেষ হওয়ায় কর্তৃপক্ষ তফসিল ঘোষণা করেন। তফসীল অনুযায়ী গতকাল এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মিজানুর রহমান (জমির) মেম্বার সর্বোচ্চ ৪ ভোট পেয়ে ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদন্দি ছিলেন মনিরদ্দিন মনি ৩ ভোট পেয়ে দ্বিতীয় স্থান ও শ্যামলী খাতুন ১ ভোট পেয়ে তৃতীয় স্থান অধিকার করেন।
ট্যাগ :