খালেদা জিয়ার ঢাকা ত্যাগ
- আপলোড টাইম : ০৪:৩০:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১৬ জুলাই ২০১৭
- / ৩৫৪ বার পড়া হয়েছে
সমীকরণ ডেস্ক: লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শনিবার সন্ধ্যা সাড়ে ৭ টায় রাজধানীর হজরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সের ইকে ৫৮৭ ফ্লাইটে করে লন্ডনের উদ্দেশে যাত্রা করেন তিনি। তার সঙ্গে রয়েছেন একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার ও গৃহপরিচারিকা ফাতেমা বেগম। এদিকে তাকে বিদায় জানাতে বিমানবন্দরে উপস্থিত হন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষপর্যায়ের নেতারা। বিমানবন্দর এলাকায় ভিড় করেন সর্বস্তরের কর্মীরাও। জানা যায়, লন্ডনে চোখ ও পায়ের চিকিৎসা করাবেন তিনি। পুরো সময়টা তিনি তারেক রহমানের বাসায় অবস্থান করবেন। এছাড়া সফরে যুক্তরাজ্য বিএনপি, যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সঙ্গে কয়েকটি অনুষ্ঠানে অংশ নেয়ার কথা রয়েছে খালেদা জিয়ার।
অন্যদিকে খালেদা জিয়ার সফর সঙ্গী হওয়ার জন্য লন্ডনের উদ্দেশে শুক্রবার ঢাকা থেকে রওনা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সহআন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। ব্রিটিশ আইনসভার একটি সেমিনারে অংশ নেয়ার কথা রয়েছে তাদের। পরে তারা খালেদা জিয়ার সঙ্গে লন্ডনের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। সফর শেষে খালেদা জিয়া কবে দেশে ফিরবেন তা এখনো নিশ্চিত করে বলতে পারেনি কেউ। তবে ধারণা করা হচ্ছে, ঈদুল আজহার আগেই তিনি দেশে ফিরতে পারেন। বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের এক কর্মকর্তা বলেন, রাতে ম্যাডাম লন্ডন যাচ্ছেন। তবে কবে ফিরবেন তা জানি না। প্রসঙ্গত গত বছর ১৫ সেপ্টে¤॥^র চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। সেখানে তিনি চোখ ও বাতের চিকিৎসা নেন। ২ মাসের বেশি সময় লন্ডনে অবস্থান শেষে গত বছরের ২১ নভে¤॥^র দেশে ফেরেন।
দলীয় সূত্র জানায়, এই সফরকে সামনে রেখে গত বৃহস্পতিবার রাতে দলের স্থায়ী কমিটির নেতাদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন তিনি। বৈঠকে তার অবর্তমানে দলকে গতিশীল রাখার দিকনির্দেশনা দেন বিএনপি চেয়ারপারসন। সূত্র জানায়, লন্ডনে গিয়ে খালেদা জিয়া সেখানে অবস্থানরত ছেলে তারেক রহমানের কাছে উঠবেন। বিএনপি নেত্রীর এবারের সফর ২ মাসেরও বেশি সময়ের হতে পারে বলে সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে।