চুয়াডাঙ্গার তালতলায় গোয়েন্দা পুলিশের মাদকবিরোধী অভিযান : ১শ’ গ্রাম গাঁজাসহ ইসলামপাড়ার গোলাম রসুল আটক
- আপলোড টাইম : ০৪:২৮:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১৬ জুলাই ২০১৭
- / ৩৬৭ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার তালতলা পশুহাটপাড়া থেকে গাঁজাসহ একজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গতকাল শনিবার বিকেলে গোয়েন্দা পুলিশের মাদকবিরোধী অভিযানে তাকে আটক করা হয়। এসময় আটককৃত গোলাম রসুলের কাছে থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। গতকালই মামলাসহ তাকে চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করা হয়েছে। চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বিকেলে চুয়াডাঙ্গা পৌর এলাকার তালতলা পশুহাটপাড়ায় মাদকবিরোধী অভিযান চালায় পুলিশ। জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের এসআই মুহিতুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ওই এলাকার জনৈক জুরাল হোসেনের চায়ের দোকানের সামনে থেকে গোলাম রসুল নামের একজনকে আটক করেন। এসময় তার কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেয়া হয়। আটককৃত গোলাম রসুল (৪৫) চুয়াডাঙ্গা পৌর এলাকার ইসলামপাড়ার মৃত আলাবক্সের ছেলে। গতকালই তার বিরুদ্ধে মামলা দায়ের করে চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করা হয়েছে।