চুয়াডাঙ্গা জাফরপুরে প্রত্যয় মাদকাসক্তি পূর্নবাসন কেন্দ্র পরিদর্শন : জেলা প্রশাসকের সন্তোষ প্রকাশ
- আপলোড টাইম : ০৪:২৪:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১৬ জুলাই ২০১৭
- / ৪৫৫ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জাফরপুরস্থ প্রত্যয় মাদকাসক্তি পূর্নবাসন কেন্দ্র পরিদর্শনকালে সন্তোষ প্রকাশ করেছেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। গতকাল শনিবার বেলা ১১টার দিকে তিনি আকস্মিক পরিদর্শনে যান। এ সময় তিনি মাদকাসক্তি পূর্নবাসন কেন্দ্রে চিকিৎসাধীন রোগীদের কাছে গিয়ে খোঁজ খবর নেন এবং বেশ কিছু সময় ধরে আলোচনা ও দিক নির্দেশনাদেন। তিনি বলেন, মাদকাসক্তিদের পূর্নবাসনে এ জেলায় একমাত্র প্রতিষ্ঠান হিসেবে প্রত্যয় দৃষ্টান্তমূলক ভূমিকা রাখছে। সাথে সাথে সুস্থ ও সুন্দর মাদকমুক্ত সমাজ গঠনে কাজ করে যাচ্ছে। শিঘ্রই এখানে চিকিৎসাধীন রোগীদের বিশেষ প্রশিক্ষণের জন্য দু’জন প্রশিক্ষক দেয়া হবে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক আনজুমান আরা, জেলা প্রশাসনের সহকারী কমিশনার পাপিয়া আক্তার, সিব্বির আহমেদ, প্রত্যয়’র পরিচালক কামরুজ্জামান বিপ্লব, সোহেল সজীব ও খালেছুর রহমান।