যুবতিদের নিয়ে এসে অসামাজিক কার্যকলাপের অভিযোগ : পুলিশের অভিযান : নূরনগর কলোনীপাড়ার আলোচিত রেখাসহ দুই নারী আটক
- আপলোড টাইম : ০৪:২২:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১৬ জুলাই ২০১৭
- / ৩৫৬ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: নিজবাড়িতে অনৈতিক কার্যকলাপ করানোর অভিযোগে চুয়াডাঙ্গার নুরনগর কলোনীপাড়ার আলোচিত রেখাসহ দু নারীকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার রাত ৯টার দিকে নূরনগর কলোনীপাড়ায় অভিযান চালিয়ে তাদের আটক করে। এসময় ওই বাড়ি থেকে শতাধিক কনডম উদ্ধার করে পুলিশ। এছাড়া, আটককৃত অপরজনের নাম পূজা বিশ্বাস, বাড়ি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কবিরপুর গ্রামে বলে জানিয়েছে সে।
অভিযোগ রয়েছে, আলোচিত রেখা দির্ঘদিন ধরে নুরনগর কলোনীপাড়ার বাড়িতে অসামাজিক কার্যকলাপ চালিয়ে আসছে। বিভিন্ন এলাকা থেকে যুবতিদের নিয়ে কলোনীপাড়ায় ব্যবসা করে আসছিলো। এসব অভিযোগের প্রেক্ষিতে গতকাল রাতে অভিযান চালিয়ে রেখা ও পূজাকে আটক করা হয়। সেখানে কোন খদ্দের পাওয়া না গেলেও উদ্ধার করা হয়েছে ব্যবহৃত-অব্যবহৃত দেড়শতাধিক কনডম। এদিকে, তাদের অপরাধের কথা অকপটে স্বীকার করেছে রেখা ও পূজা। পেটের দায়ে বাধ্য হয়েই এই পথে নামতে হয়েছে বলে জানায় তারা। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছেন চুয়াডাঙ্গা সদর থানার ওসি।
জানা যায়, চুয়াডাঙ্গা পৌর এলাকার নূরনগর কলোনীপাড়ার শাহজাহান শেখ সাজুর মেয়ে রেখা (৩৫) দীর্ঘদিন যাবত অসামাজিক কার্যকলাপ চালিয়ে আসছে। বিভিন্ন এলাকা থেকে মেয়েদের নিয়ে এসে নিজবাড়িতেই এসব কাজ আসছিলো। ফলে মহল্লার মধ্যে অবৈধ কাজের জন্য বিভিন্ন মানুষের আনাগোনা শুরু হয়। এলাকাবাসী পাড়া-মহল্লার মধ্যে দেহব্যবসা বন্ধের জন্য বেশকয়েকবার উদ্যোগ নিলেও কোন ফল পায়নি তারা। ফলে বিষয়টি পুলিশকে জানালে গতকাল রাতে চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল মোমেনের নেতৃত্বে চুয়াডাঙ্গা সদর থানার ইন্সপেক্টর আমির আব্বাস, এসআই জসিম উদ্দীন, এসআই ইবনে খালিদ, সদর ফাড়ির ইনচার্জ এসআই ওহিদুল ইসলামসহ অফিসাররা অভিযান চালিয়ে দুই নারীকে আটক করে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন সদর থানার অফিসার ইনচার্জ তোজাম্মেল হক।