ইপেপার । আজ মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫

মারামারি মামলায় পরোয়ানাভূক্ত হকপাড়ার অপু ও সিনেমা হলপাড়ার অন্তর আটক

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৪:৫৩:২২ পূর্বাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০১৭
  • / ৩৯৮ বার পড়া হয়েছে

20117577_1942235532655189_293159590_n

নিজস্ব প্রতিবেদক: মারামারি মামলার গ্রেফতারি পরোয়ানাভূক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে চুয়াডাঙ্গা সদর ফাড়ি পুলিশ। গতরাত দুইটার দিকে পৌর এলাকার হকপাড়া ও সিনেমাহলপাড়ার নিজ নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গতরাতেই আটককৃত অপু ও অন্তরকে চুয়াডাঙ্গায় থানায় সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার হকপাড়া ও সিনেমা হলপাড়ায় অভিযান চালায় সদর ফাড়ি পুলিশ। এসময় একই মারামারি মামলার ওয়ারেন্টভূক্ত দুই আসামি আটক করা হয়। ফাড়ির ইনচার্জ এসআই ওহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ওয়ারেন্টভূক্ত আসামি হকপাড়ার খোকনের ছেলে অপুকে (৩২) আটক করেন। এছাড়া একই মামলার ওয়ারেন্টভূক্ত আসামি সিনেমা হলপাড়ার মোকলেছুর রহমানের ছেলে অন্তরকে (২৮) আটক করা হয়। গতরাতেই তাদের চুয়াডাঙ্গা সদর থানায় নেয়া হয়েছে। আজ শনিবার আদালতে সোপর্দ করা হতে পারে বলে জানিয়েছে পুলিশ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

মারামারি মামলায় পরোয়ানাভূক্ত হকপাড়ার অপু ও সিনেমা হলপাড়ার অন্তর আটক

আপলোড টাইম : ০৪:৫৩:২২ পূর্বাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০১৭

20117577_1942235532655189_293159590_n

নিজস্ব প্রতিবেদক: মারামারি মামলার গ্রেফতারি পরোয়ানাভূক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে চুয়াডাঙ্গা সদর ফাড়ি পুলিশ। গতরাত দুইটার দিকে পৌর এলাকার হকপাড়া ও সিনেমাহলপাড়ার নিজ নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গতরাতেই আটককৃত অপু ও অন্তরকে চুয়াডাঙ্গায় থানায় সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার হকপাড়া ও সিনেমা হলপাড়ায় অভিযান চালায় সদর ফাড়ি পুলিশ। এসময় একই মারামারি মামলার ওয়ারেন্টভূক্ত দুই আসামি আটক করা হয়। ফাড়ির ইনচার্জ এসআই ওহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ওয়ারেন্টভূক্ত আসামি হকপাড়ার খোকনের ছেলে অপুকে (৩২) আটক করেন। এছাড়া একই মামলার ওয়ারেন্টভূক্ত আসামি সিনেমা হলপাড়ার মোকলেছুর রহমানের ছেলে অন্তরকে (২৮) আটক করা হয়। গতরাতেই তাদের চুয়াডাঙ্গা সদর থানায় নেয়া হয়েছে। আজ শনিবার আদালতে সোপর্দ করা হতে পারে বলে জানিয়েছে পুলিশ।