চুুয়াডাঙ্গা অরিন্দমের আয়োজনে সংস্কৃতি ও সংগঠন বিষয়ক দিনব্যাপি ওরিয়েন্টেশন
- আপলোড টাইম : ০৪:৫০:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০১৭
- / ৩৬৩ বার পড়া হয়েছে
শাফায়েত/সানভী: চুুয়াডাঙ্গার অন্যতম সাংষ্কৃতিক সংগঠন অরিন্দম সাংষ্কৃতিক সংগঠনের আয়োজনে সংস্কৃতি ও সংগঠন বিষয়ক দিনব্যাপি ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার চুুয়াডাঙ্গা ওয়েভ ফাউন্ডেশনের প্রশিক্ষণ সেন্টারে সকাল ৯টা থেকে বিকাল পাঁচটা পযর্ন্ত ওরিয়েন্টেশন হয়। নির্ধারিত বিষয় সংষ্কৃতি, সংগঠন, সংষ্কৃতি ও রাজনীতি, মূল্যবোধ ও প্রগতিশীলতা, নাটক ও থিয়েটার এবং থিয়েটারের দায়বদ্ধতা নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। চুুয়াডাঙ্গা অরিন্দম সাংষ্কৃতিক সংগঠনের সভাপতি ইয়াকুব আলী জোয়ার্দ্দারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অরিন্দমের সাবেক সভাপতি ও চুুয়াডাঙ্গা জেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মালিক, কমিউনিস্ট পার্টি চুুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, উদীচী শিল্পিগোষ্ঠি চুুয়াডাঙ্গা জেলা সংসদের সাধারণ সম্পাদক হাবিবি জহির রায়হান, অরিন্দমের সহ-সভাপতি আব্দুস সালাম, চুুয়াডাঙ্গা আবৃত্তি পরিষদের সাধারণ সম্পাদক বৈশাখী টেলিভিশনের চুুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি মরিয়ম শেলি, অরিন্দমের সাবেক সভাপতি মো.আলাউদ্দীন, দৈনিক সময়ের সমীকরণ’র বিজ্ঞাপন ব্যাবস্থাপক ও অরিন্দমের যুগ্ম-সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, নাট্য সম্পাদক হিরুন উর রশিদ শান্ত, নির্বাহি সদস্য আব্দুল মোমিন টিপু, উপদেষ্টা সদস্য হিরুন উর রশিদ, উদীচীর নির্বাহি সদস্য লুৎফর রহমান প্রমূখ। অরিন্দম সাংষ্কৃতিক সংগঠনের সাধারণ সম্পাদক বজলুর রহমান শায়কের সঞ্চালনায় অরিয়েন্টেশনে অংশগ্রহণ করে অরিন্দম, উদীচী শিল্পিগোষ্ঠি, ছাত্র ইউনিয়ন, চুুয়াডাঙ্গা আদর্শ সরকারি মহিলা কলেজ, ভিকুইন্স ইইন্সটিটিউটসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাংষ্কৃতিক কর্মী। জাতিয় সংঙ্গীতের মাধ্যমে ওরিয়েন্টশনের শুরু করা হয়। পাঁচজন সুদক্ষ প্রশিক্ষক নির্ধারিত বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন। সংষ্কৃতি কি ও কেন, বাঙ্গালী সংষ্কৃতি, সাংষ্কৃতিক চেতনা, মুক্তিযুদ্ধের চেতনায় আমাদের সাংষ্কৃতিক চর্চা প্রাসঙ্গিক বিষয়ে হাটগোপালপুর কলেজের বাংলা বিভাগের প্রভাষক সাইফুল ইসলাম, সংগঠন কী এবং কেন, সংগঠনের ভিত্তি, সাংগঠনিক মূল্যবোধ, সংগঠক ও সংগঠকের দায়বদ্ধতা প্রাসঙ্গিক বিষয়ে কুষ্টিয়ার বিশিষ্ট সাংষ্কৃতিক সংগঠক মকসুদ আহমেদ মণি, সংষ্কৃতি ও রাজনীতি, সাংষ্কৃতিক কর্মীদের রাজনৈতিক চেতনা প্রাসঙ্গিক বিষয়ে বিশিষ্ট রাজনীতিবিদ, কমিউনিস্ট পার্টি চুুয়াডাঙ্গা জেলা সংসদের সভাপতি বীর মুক্তিযুদ্ধো এ্যাড.শহিদুল ইসলাম, মূল্যবোধ ও সাংষ্কৃতিক মূল্যবোধ, প্রগতিশীলতা, অসাম্পদায়িকতা ও ধর্মনিরপেক্ষতা, একুশ ও মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে চুুয়াডাঙ্গা উদীচী শিল্পিগোষ্ঠীর সাধারণ সম্পাদক হাবিবি জহির রায়হান, নাটক ও সাংষ্কৃতিক মূল্যবোধ, থিয়েটার ও থিয়েটার কর্মী নিয়ে অরিন্দমের সাবেক সভাপতি বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব মো.আলাউদ্দীন এবং থিয়েটারের দায়বদ্ধতা, থিয়েটার কর্মী ও নারী থিয়েটারকর্মী সমস্যা উত্তরণের উপায় প্রসাঙ্গীক বিষয়ে অরিন্দম সাংষ্কৃতিক সংগঠনের সহসভাপতি আব্দুস সালাম সুবিন্যস্তভাবে দিন ব্যাপি প্রশিক্ষণ দেন। মাঝে মাঝে আনন্দবিনোদনের জন্য অরিন্দম ও উদীচীর শিল্পিরা গান ও অভিনয় করেন। ওরিয়েন্টেশনে শেষ পর্যায়ে মুক্ত আলোচনার মাধ্যমে অনুষ্ঠানের সভাপতি চুুয়াডাঙ্গা অরিন্দম সাংষ্কৃতিক সংগঠনের সভাপতি ইয়াকুব আলী জোয়ার্দ্দার সমাপনি বক্তব্যের মধ্য দিয়ে দিনব্যাপি চলা ওরিয়েন্টেশনের সমাপ্তি ঘোষণা করেন।