ইপেপার । আজ বুধবার, ১৯ মার্চ ২০২৫

চুয়াডাঙ্গায় ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের বিক্ষোভ সমাবেশে বক্তারা সিলেবাস পূনঃস্থাপনের ষড়যন্ত্র বাস্তবায়ন করতে দেয়া হবে না

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৪:৪৯:০১ পূর্বাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০১৭
  • / ৩৮১ বার পড়া হয়েছে

20117261_1814977472148763_1871380244_n

নিজস্ব প্রতিবেদক: সিলেবাস পূনঃস্থাপনের ষড়যন্ত্র বাস্তবায়ন করতে দেয়া হবে না- হুশিয়ারী দিয়ে বিক্ষোভ সমাবেশ করেছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন চুয়াডাঙ্গা জেলা শাখা। গতকাল শুক্রবার বিকাল ৫টায় শহীদ হাসান চত্বরে পাঠ্যবই নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ তাদের বাধা দেয়। পরে হাসান চত্ত্বর মুক্ত মঞ্চে এক সমাবেশ অনুষ্ঠিত হয় বলে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন চুয়াডাঙ্গা জেলা শাখার পক্ষ থেকে এক প্রেসবিজ্ঞপ্তিতে জানায়।
সমাবেশে বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা ইসলামী আন্দোলনের চুয়াডাঙ্গা জেলা সভাপতি হাসানুজ্জামান সজিব, সেক্রেটারি ডা. মু জেনারেল ইসলাম, যুব আন্দোলন সভাপতি মাওলানা মুহিবুল্লাহ, সাবেক ছাত্রনেতা মু. মাছুম বিল্লাহ্, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের জেলা সহ-সভাপতি আশিকুল আলম সজিব প্রমূখ।
বক্তারা বলেন, পাঠ্যসূচি নিয়ে এ দেশের ছাত্র জনতার ধারাবাহিক আন্দোলনের একটা সফলতা এসেছিল। বাম- সেক্যুলারদের আস্ফালনে সরকার যদি আবারো সিলেবাস পূনঃস্থাপনের আত্মঘাতি সিদ্ধান্ত নেয়। তবে, ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করে ছাড়বে। আর সে উদ্বুদ্ধ পরিস্থিতির জন্য সরকারকেই তার দায়ভার গ্রহণ করতে হবে। এ ছাড়াও সমাবেশে ইশা ছাত্র আন্দোলনের পরবর্তী কর্মসূচী ঘোষণা করা হয়। কর্মসূচী গুলোর মধ্যে আগামী ২০ জুলাই বৃহস্পতিবার থানায় মানববন্ধন ও শিক্ষা অফিসার বরাবর স্মারকলিপি পেশ এবং জনসচেতনতা সৃষ্টির লক্ষে প্রচারপত্র বিলি।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

চুয়াডাঙ্গায় ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের বিক্ষোভ সমাবেশে বক্তারা সিলেবাস পূনঃস্থাপনের ষড়যন্ত্র বাস্তবায়ন করতে দেয়া হবে না

আপলোড টাইম : ০৪:৪৯:০১ পূর্বাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০১৭

20117261_1814977472148763_1871380244_n

নিজস্ব প্রতিবেদক: সিলেবাস পূনঃস্থাপনের ষড়যন্ত্র বাস্তবায়ন করতে দেয়া হবে না- হুশিয়ারী দিয়ে বিক্ষোভ সমাবেশ করেছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন চুয়াডাঙ্গা জেলা শাখা। গতকাল শুক্রবার বিকাল ৫টায় শহীদ হাসান চত্বরে পাঠ্যবই নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ তাদের বাধা দেয়। পরে হাসান চত্ত্বর মুক্ত মঞ্চে এক সমাবেশ অনুষ্ঠিত হয় বলে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন চুয়াডাঙ্গা জেলা শাখার পক্ষ থেকে এক প্রেসবিজ্ঞপ্তিতে জানায়।
সমাবেশে বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা ইসলামী আন্দোলনের চুয়াডাঙ্গা জেলা সভাপতি হাসানুজ্জামান সজিব, সেক্রেটারি ডা. মু জেনারেল ইসলাম, যুব আন্দোলন সভাপতি মাওলানা মুহিবুল্লাহ, সাবেক ছাত্রনেতা মু. মাছুম বিল্লাহ্, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের জেলা সহ-সভাপতি আশিকুল আলম সজিব প্রমূখ।
বক্তারা বলেন, পাঠ্যসূচি নিয়ে এ দেশের ছাত্র জনতার ধারাবাহিক আন্দোলনের একটা সফলতা এসেছিল। বাম- সেক্যুলারদের আস্ফালনে সরকার যদি আবারো সিলেবাস পূনঃস্থাপনের আত্মঘাতি সিদ্ধান্ত নেয়। তবে, ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করে ছাড়বে। আর সে উদ্বুদ্ধ পরিস্থিতির জন্য সরকারকেই তার দায়ভার গ্রহণ করতে হবে। এ ছাড়াও সমাবেশে ইশা ছাত্র আন্দোলনের পরবর্তী কর্মসূচী ঘোষণা করা হয়। কর্মসূচী গুলোর মধ্যে আগামী ২০ জুলাই বৃহস্পতিবার থানায় মানববন্ধন ও শিক্ষা অফিসার বরাবর স্মারকলিপি পেশ এবং জনসচেতনতা সৃষ্টির লক্ষে প্রচারপত্র বিলি।