শিরোনাম:
জীবননগর তারিনীবাসে সর্প দংশনে অনার্স পড়ুয়া ছাত্রীর মৃত্যু
সমীকরণ প্রতিবেদন
- আপলোড টাইম : ০৪:৪৩:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০১৭
- / ৩৯০ বার পড়া হয়েছে
হাসাদাহ প্রতিনিধি: জীবননগর উপজেলার হাসাদাহ ইউনিয়নের তারিনীবাস গ্রামে সাপে কেটে জল্পনা খাতুন নামের এক অনার্স পড়–য়া ছাত্রীর মৃত্যু হয়েছে। গতকাল রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে জল্পনা মারা যায়। জানা যায়, জীবননগর উপজেলার হাসাদাহ ইউনিয়নের তারিনীবাস গ্রামের আব্দুল খালেক দিল্লীর মেয়ে জীবননগর ডিগ্রী কলেজে অনার্স ২য় বর্ষের পড়–য়া ছাত্রী জল্পনা খাতুন (২০) গতকাল সন্ধ্যারাতে টেবিলে বসে পড়াশুনার করছিলো। এসময় সবার অজান্তে একটি সাপ পড়ার ঘরে ঢুকে জল্পনার পায়ে কামড় দিলে সে চিৎকার করে। পরে তার পরিবারের পক্ষ থেকে তাকে দ্রুত বিষমুক্ত করার জন্য ওঝার কাছে যাওয়ার সময় পথিমধ্যে সে মৃত্যুবরণ করে। তার এই অকাল মৃত্যুতে গ্রামে শোকের ছায় নেমে এসেছে।
ট্যাগ :