আলমডাঙ্গা পৌরসভার পশুহাটে মাটি ভরাট ও আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ পরিদর্শন করেন পৌর মেয়র হাসান কাদির গনু
- আপলোড টাইম : ০৪:৩৯:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০১৭
- / ৮৯৯ বার পড়া হয়েছে
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাসান কাদীর গনু আলমডাঙ্গা পৌল এলাকার পৌর পশুহাটে গতকাল বিকাল ৪টায় ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ পরিদর্শন করে এবং পৌর পশুহাটের জায়গা মাটি ভরাট করণ কাজ তদারকি করেন। জানা যায়, বাংলাদেশ স্থানীয় সরকার, পল্লিউন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় সিটি কর্পোরেশন ও পৌরসভার উন্নয়ন কাজ পরিচালনা করার জন্য বেলারুশ থেকে আমদানিকৃত রোর্ড রোলার ও একটি স্কেভেটর যন্ত্র আলমডাঙ্গা পৌরসভাকে প্রদান করেন। উক্ত যন্ত্র দ্বারা গতকাল পৌর পশুহাটে পৌর মেয়র হাসান কাদির গনুর তদারকিতে ময়লা অপসারণ ও পৌর পশুহাটে জনসাধারণ, পশুক্রেতা ও ব্যাপারিদের সুবিদার্থে পশু হাটে ফিলিং বালি ফেলে স্কেভেটর দিয়ে মাটি সমান করে উপযুক্ত ও আধুনিক পৌর পশুহাটে রুপান্তরিত করার কাজ পরিচালনা করেন। এসময় উপস্থিত ছিলেন পৌর প্যানেল মেয়র সমিরুদ্দিন ভোলা, ২নং ওয়ার্ড কাউন্সিলর কাজী আলী আজগর সাচ্চু, বিশিষ্ট সমাজ সেবক আ,স,ম সালাউদ্দিন, ইয়াকুব আলী, আবুল কালাম আজাদ, আব্দুল গাফ্ফার ও মাজেদ ভুইয়াসহ পৌর কর্মকর্তা কর্মচারী বৃন্দ।