শিরোনাম:
দর্শনায় চিকিৎসা নিতে এসে ছেলে-মেয়েসহ মা আটক
সমীকরণ প্রতিবেদন
- আপলোড টাইম : ০৪:৩৭:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০১৭
- / ৩৬৪ বার পড়া হয়েছে
দর্শনা অফিস: দর্শনায় এক শিশুসহ দুই মহিলা মারধরের শিকার হয়েছে। পরে তাদের জন-বিশৃংখলার দায়ে ৫১ ধারায় আটক করে থানা হাজতে প্রেরণ করা হয়েছে। জানা গেছে, গতকাল সকাল সাড়ে ৯টার দিকে আকুন্দবাড়িয়া গ্রামের রবিল মোল্লার স্ত্রী রাশিদা বেগম ও তার ষষ্ঠ শ্রেনীতে পড়–য়া ছেলে সিজার (১২) ও কন্যা ফুলী (২২) দর্শনা পুরাতন বাজার মাষ্টার ফার্মেসীতে ডা. আব্দুর রহিমের নিকট চিকিৎসা নিতে আসে। এসময় তারা সিরিয়াল দিয়ে ডাক্তারের সাক্ষাতের জন্য অপেক্ষা করতে থাকে। কিন্তু অভিযোগ উঠে সিরিয়াল ভঙ্গ করে রাশিদা বেগমের স্থলে অন্য এক রোগীকে ডাক্তারের সাথে সাক্ষাতের জন্য পাঠাই মাষ্টার ফার্মেসীর মালিক আবু সাঈদ। এনিয়ে রাশিদা বেগম ও তার শিশু ছেলে ফার্মেসীর মালিক আবু সাঈদকে অকথ্য ভাষায় গালাগলি দিতে থাকে। গালাগালির আওয়াজে উৎসুক জনতা ভীড় জমালে এসময় একজন প্রভাবশালী নেতা ঘটনাস্থলে উপস্থিত হয়ে রাশিদা বেগম ও তার স্কুলপড়–য়া ছেলেকে গালাগালি করতে নিষেধ করেন। তখন রাশিদা বেগম ওই নেতাকে অসম্মানজনক কথা বললে স্থানীয়রা ছুটে এসে রাশিদা বেগম ও তার ষষ্ঠ শ্রেনীতে পড়–য়া ছেলে সিজার ও মেয়ে ফুলীকে মারধর করে। সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে। এবং রাশিদাসহ তার ছেলে-মেয়েকে দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রে নিয়ে যায়। পরে তাদের জন-বিশৃংখলার দায়ে ৫১ধারায় আটক দেখিয়ে দামুড়হুদা থানা হাজতে রাখা হয়েছে। আজ আদালতে সোপর্দ করা হবে দামুড়হুদা থানার অফিসার-ইন-চার্জ (ওসি) আবু জিহাদ মো. ফকরুল খান জানান। বিষয়টি দর্শনা শহরে টক অব দ্যা টাউনে পরিণত হয়।
ট্যাগ :