ইপেপার । আজ শুক্রবার, ২১ মার্চ ২০২৫

গাংনীতে উদোর বোঝা বুদোর ঘাড়ে

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৫:০৬:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০১৭
  • / ৩৮২ বার পড়া হয়েছে

গাংনীতে উদোর বোঝা বুদোর ঘাড়ে
মেয়ের বান্ধুবীর পরিবারের হামলা : মেয়ে ও মা-বাবাসহ আহত ৩
গাংনী অফিস: উদোর বোঝা বুদোর ঘাড়ে এটা প্রবাদ হলেও বাস্তবতা মিলেছে গাংনী উপজেলায়। নিজের মেয়ে অন্য ছেলের হাত ধরে বেরিয়ে যাওয়ায় হামলা চালিয়ে আহত করেছেন একই পরিবারের মেয়ে ও বাবাসহ তিনজনকে। যারা ছেলের কেউই হয়না। বর্তমানে আহতরা গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি রয়েছে। গতকাল বুধবার সন্ধ্যারাতে গাংনী উপজেলার ধর্মচাকি গ্রামের পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে। জানা গেছে, ধর্মচাকি গ্রামের আবুল হাসেমের এবারই এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া মেয়ে সুভা খাতুন। গত মঙ্গলবার দুপুরে সাহারবাটি গ্রামের শিমুল হোসেনের হাত ধরে অজানার উদ্দ্যোশ্যে পাড়ি জমায়। এঘটনা আবুল হাসেমের চাচাতো ভাইয়ের মেয়ে নবম শ্রেনির ছাত্রী কণিকা খাতুনের উপর দোষারোপ করে আবুল হাসেমের পক্ষে সাবেক ইউপি সদস্য রবিউল ইসলাম ও ফিরার নেতৃত্বে কাশেম, হাসেম ও সাদিমনসহ কয়েকজন কণিকাদের বাড়িতে হামলা চালায়। এসময় নবম শ্রেনির ছাত্রী কণিকা, তার বাবা কামাল হোসেন (৩৫) ও তার স্ত্রী কুরচিয়া বেগম আহত হয়। কুরচিয়াকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হলেও তাদের অবস্থার অবনতি হলে স্থানীয়রা গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

গাংনীতে উদোর বোঝা বুদোর ঘাড়ে

আপলোড টাইম : ০৫:০৬:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০১৭

গাংনীতে উদোর বোঝা বুদোর ঘাড়ে
মেয়ের বান্ধুবীর পরিবারের হামলা : মেয়ে ও মা-বাবাসহ আহত ৩
গাংনী অফিস: উদোর বোঝা বুদোর ঘাড়ে এটা প্রবাদ হলেও বাস্তবতা মিলেছে গাংনী উপজেলায়। নিজের মেয়ে অন্য ছেলের হাত ধরে বেরিয়ে যাওয়ায় হামলা চালিয়ে আহত করেছেন একই পরিবারের মেয়ে ও বাবাসহ তিনজনকে। যারা ছেলের কেউই হয়না। বর্তমানে আহতরা গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি রয়েছে। গতকাল বুধবার সন্ধ্যারাতে গাংনী উপজেলার ধর্মচাকি গ্রামের পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে। জানা গেছে, ধর্মচাকি গ্রামের আবুল হাসেমের এবারই এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া মেয়ে সুভা খাতুন। গত মঙ্গলবার দুপুরে সাহারবাটি গ্রামের শিমুল হোসেনের হাত ধরে অজানার উদ্দ্যোশ্যে পাড়ি জমায়। এঘটনা আবুল হাসেমের চাচাতো ভাইয়ের মেয়ে নবম শ্রেনির ছাত্রী কণিকা খাতুনের উপর দোষারোপ করে আবুল হাসেমের পক্ষে সাবেক ইউপি সদস্য রবিউল ইসলাম ও ফিরার নেতৃত্বে কাশেম, হাসেম ও সাদিমনসহ কয়েকজন কণিকাদের বাড়িতে হামলা চালায়। এসময় নবম শ্রেনির ছাত্রী কণিকা, তার বাবা কামাল হোসেন (৩৫) ও তার স্ত্রী কুরচিয়া বেগম আহত হয়। কুরচিয়াকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হলেও তাদের অবস্থার অবনতি হলে স্থানীয়রা গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে।