দর্শনা শুল্ক স্টেশনের অবকাঠামো উন্নয়ন বিষয়ে মতবিনিময় সভায় এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান
- আপলোড টাইম : ০৪:৪৫:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০১৭
- / ৪৬৭ বার পড়া হয়েছে
দর্শনা শুল্ক স্টেশনের অবকাঠামো উন্নয়ন বিষয়ে মতবিনিময় সভায় এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান
দর্শনায় স্থলবন্দর করতে প্রধানমন্ত্রীর কাছে সুপারিশসহ যা যা করার সব করা হবে
আওয়াল হোসেন: দর্শনা শুল্ক স্টেশনের অবকাঠামো উন্নয়ন বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে দর্শনা অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। যশোর কাষ্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কর্মকর্তা জনাব মো. জামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. নজিবুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘দর্শনা স্থলবন্দর বাস্তবায়ন এখন সময়ের ব্যাপার মাত্র। এ বিষয়ে সরকারের ইতিবাচক মনোভাব রয়েছে। চারদিকে অপার সম্ভাবনা দেখছি, এ সম্ভাবনাকে পর্যায়ক্রমে কাজে লাগানো হবে।‘ এলাকার সর্বস্তরের জনতার স্বতস্ফুর্ততায় নিজেই আমি উৎসাহিত হয়ে পড়েছি। ইতিমধ্যে একনেক বৈঠকে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের ৬৪ জেলায় যে সমস্ত সম্ভাবনাময় অবকাঠামো রয়েছে সে সমস্ত স্থান গুলোকে চিহ্নিত করে তার উন্নয়নের মাধ্যমে দেশকে উন্নয়নের উচ্চ শিখরে পৌঁছানোর নির্দেশ দিয়েছেন। আমি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ মোতাবেক চুয়াডাঙ্গা জেলার দর্শনা শুল্ক ষ্টেশনকে বেছে নিয়েছি।
তিনি আরও বলেন, এখানে এসে দর্শনা বন্দরকে পূর্ণাঙ্গ স্থলবন্দরে রূপান্তর করার ব্যাপারে এলাকার সর্বস্তরের মানুষের আগ্রহ দেখে আমি অভিভুত। আমি আপনাদেরকে আশ^স্ত করছি, দর্শনা বন্দরকে পূর্ণাঙ্গ স্থলবন্দরে রূপান্তর করার বিষয়ে নৌ-পরিবহন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট বিভাগের মন্ত্রণালয়ের সঙ্গে দ্রুত আলোচনা স্বাপেক্ষে যা করণীয় তা করার চেষ্টা করব।
অনুষ্ঠানের সভাপতি মো. জামাল হোসেন স্বাগত বক্তব্য দেন। এসময় বিশেষ অতিথির বক্তব্যে দর্শনাকে পূণাঙ্গ স্থলবন্দরে রূপান্তর করার সার্বিক বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন, স্থলবন্দর বাস্তবায়র কমিটির আহ্বায়ক ও দর্শনা পৌর মেয়র মতিয়ার রহমান, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন চেয়ারম্যান অতিরিক্ত সচিব একেএম দেলোয়ার হোসেন, চুয়াডাঙ্গা পুলিশ সুপার মো. নিজাম উদ্দীন, রাজস্ব বোর্ড কর্মকর্তা লুৎফর রহমান, দর্শনা সরকারি কলেজের অধ্যক্ষ মো. শহিদুল ইসলাম, সাবেক জেলা পরিষদ প্রশাসক মাহফুজুর রহমান মনজু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আজাদ ও চুয়াডাঙ্গা জেলা চে¤॥^ার অব কমার্স সভাপতি মো. ইয়াকুব আলী।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, কেরু এ্যান্ড কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক এবিএম আরশাদ হোসেন, দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হাসান, দর্শনা সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ মোশাররফ হোসেনসহ এলাকার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও কর্মীসহ এলাকার হাজার হাজার উৎসুক জনতা।