চুয়াডাঙ্গায় ৫দিনব্যাপী বৃক্ষ মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ
- আপলোড টাইম : ০৪:৪৪:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০১৭
- / ১৭০৭ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় ৫দিনব্যাপী ফলদ বৃক্ষরোপণ পক্ষ, বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিানের মধ্যে দিয়ে শেষ হয়েছে। সমাপণী দিনে প্রায় ৫শতাধিক শিক্ষার্থীর হাতে গাছের চারা বিতরণ করা হয়।
গতকাল বুধবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে জেলা প্রশাসন, কৃষি বিভাগ ও বনবিভাগ আয়োজিত এই মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল মোমেন, স্থানীয় সরকারের উপ-পরিচালক আনজুমান আরা, প্রফেসর সিদ্দিকুর রহমান, কুষ্টিয়া আঞ্চলিক সামাজিক বন বিভাগ কর্মকর্তা আসলাম মজুমদার। অনুষ্ঠান শেষে জেলার বিভিন্ন স্থান হতে আসা ফলদ বৃক্ষ প্রদর্শনী নার্সারীর মালিকদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।