ইপেপার । আজ বুধবার, ১৯ মার্চ ২০২৫

কুষ্টিয়ার মিরপুরে ফেন্সিডিলের চালান নিয়ে আটক ৪জনের মধ্যে : ডা. বিডি দাসসহ ৩জনকে ছেড়ে দেওয়ার অভিযোগ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৪:৫২:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১২ জুলাই ২০১৭
  • / ৫২৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়ার মিরপুর উপজেলার আবুরী এলাকায় সোমবার রাতে গাংনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকের অফিসার ডাঃ বিডি দাসসহ ৪জনকে আটক করে পুলিশ। অভিযোগ উঠেছে গতকাল মঙ্গলবার দুপুরে দুই লক্ষ টাকার বিনিময়ে রাতে আটককৃত ৪ মাদক ব্যবসায়ীর মধ্যে ৩জনকে ছেড়ে দিয়ে একজনকে থানায় সোপর্দ করেছে ক্যাম্প পুলিশ।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, কুষ্টিয়ার মিরপুর উপজেলার আবুরী এলাকা থেকে সোমবার রাতে বিপুল পরিমান ফেনসিডিলসহ একটি প্রাইভেট কার মেহেরপুরের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার বোধা দিপ্ত দাস ওরফে পিকলু দাস, মিরপুর উপজেলার কাকিলাদহ এলাকার মাদক ব্যবসায়ী জিহাদ, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হারদী এলাকার সোহাগ ও শাহিনকে আটক করে পুলিশ। তারপর মঙ্গলবার দুপুরে জিহাদকে মাত্র ৪ বোতল ফেন্সিডিলসহ থানায় সোপর্দ করে বাকী তিনজনকে ছেড়ে দেয় পুলিশ।
জিহাদের পরিবারের অভিযোগ, জিহাদসহ আরো তিনজনকে পুলিশ আটক করে। তবে টাকার বিনিময়ে তিনজনকে ছেড়ে দিয়ে শুধু জিহাদকে থানায় চালান দিয়েছে পুলিশ। এ ব্যাপারে কাকিলাদহ পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই জালাল উদ্দিন জানান, আমি কোন ডাক্তারকে আটক করিনি। যাকে আটক করেছি তাকে চালান দিচ্ছি। বাকীদের খবর আমার জানা নেই।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. এম কে রেজা জানান, মেডিকেল অফিসার বোধা দিপ্ত দাস ওরফে পিকলু দাসের আজকে ডিউটি না থাকায় তিনি হসপিটালে আসেনি। তবে তিনি মাদক সেবন করেন বলে আমি শুনেছি।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, একজনকে আটকের খবর শুনেছি। তবে বাঁকী ৩জনের কাছে কিছু না পাওয়ায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে। তবে তাদের আটক করা বা টাকা নিয়ে ছেড়ে দেওয়ার বিষয়ে কিছু জানেন না বলেও জানান ওসি।
এ ব্যপারে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার জয়নুল আবেদীন বিষয়টি জানেন না বলে জানান তিনি।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

কুষ্টিয়ার মিরপুরে ফেন্সিডিলের চালান নিয়ে আটক ৪জনের মধ্যে : ডা. বিডি দাসসহ ৩জনকে ছেড়ে দেওয়ার অভিযোগ

আপলোড টাইম : ০৪:৫২:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১২ জুলাই ২০১৭

নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়ার মিরপুর উপজেলার আবুরী এলাকায় সোমবার রাতে গাংনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকের অফিসার ডাঃ বিডি দাসসহ ৪জনকে আটক করে পুলিশ। অভিযোগ উঠেছে গতকাল মঙ্গলবার দুপুরে দুই লক্ষ টাকার বিনিময়ে রাতে আটককৃত ৪ মাদক ব্যবসায়ীর মধ্যে ৩জনকে ছেড়ে দিয়ে একজনকে থানায় সোপর্দ করেছে ক্যাম্প পুলিশ।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, কুষ্টিয়ার মিরপুর উপজেলার আবুরী এলাকা থেকে সোমবার রাতে বিপুল পরিমান ফেনসিডিলসহ একটি প্রাইভেট কার মেহেরপুরের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার বোধা দিপ্ত দাস ওরফে পিকলু দাস, মিরপুর উপজেলার কাকিলাদহ এলাকার মাদক ব্যবসায়ী জিহাদ, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হারদী এলাকার সোহাগ ও শাহিনকে আটক করে পুলিশ। তারপর মঙ্গলবার দুপুরে জিহাদকে মাত্র ৪ বোতল ফেন্সিডিলসহ থানায় সোপর্দ করে বাকী তিনজনকে ছেড়ে দেয় পুলিশ।
জিহাদের পরিবারের অভিযোগ, জিহাদসহ আরো তিনজনকে পুলিশ আটক করে। তবে টাকার বিনিময়ে তিনজনকে ছেড়ে দিয়ে শুধু জিহাদকে থানায় চালান দিয়েছে পুলিশ। এ ব্যাপারে কাকিলাদহ পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই জালাল উদ্দিন জানান, আমি কোন ডাক্তারকে আটক করিনি। যাকে আটক করেছি তাকে চালান দিচ্ছি। বাকীদের খবর আমার জানা নেই।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. এম কে রেজা জানান, মেডিকেল অফিসার বোধা দিপ্ত দাস ওরফে পিকলু দাসের আজকে ডিউটি না থাকায় তিনি হসপিটালে আসেনি। তবে তিনি মাদক সেবন করেন বলে আমি শুনেছি।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, একজনকে আটকের খবর শুনেছি। তবে বাঁকী ৩জনের কাছে কিছু না পাওয়ায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে। তবে তাদের আটক করা বা টাকা নিয়ে ছেড়ে দেওয়ার বিষয়ে কিছু জানেন না বলেও জানান ওসি।
এ ব্যপারে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার জয়নুল আবেদীন বিষয়টি জানেন না বলে জানান তিনি।