ইপেপার । আজ বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫

জীবননগর কাশিপুর বাজারে পেশি শক্তির দাপট দেখিয়ে প্রকাশ্যে : মোটরসাইকেলে আগুন দিলো অভি সরকার

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৪:৪১:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১২ জুলাই ২০১৭
  • / ৪৩৯ বার পড়া হয়েছে

জীবননগর অফিস: জীবননগর উপজেলার কাশিপুর গ্রামে নিজের ব্যবহৃত মোটরসাইকেল ব্যবহার করতে না দেওয়ায় জনসম্মুখে মোটরসাইকেলটি আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দুপুর ২টার দিকে কাশিপুর বাজারে এ ঘটনা ঘটে। কাশিপুর গ্রামের মৃত রশিদ বিশ্বাসের ছেলে বাবু বিশ্বাসের ব্যবহৃত বাজাজ ভি ১৫ মডেলের ১৫০সিসি মোটরসাইকেলটি কাশিপুর বাজারে রাখলে, সেখানে একই গ্রামের সরকার ব্রিক্সের মালিক মৃত নাসির সরকারের ছেলে অভি সরকার প্রকাশ্যে আকস্মিক বাইকটিতে পেট্রোল ঢেলে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল দুপুর ২টায় বাবু বিশ্বাসের মোটরসাইকেলটি বাজারের তেতুলতলায় রাখা ছিল। একই বাজারে শুকুর সরকারের দোকানের ভিতরে অভি সরকারসহ বেশ কয়েকজন আলোচনা করছিল। হঠাৎ অভি সরকার শুকুর সরকারের দোকান থেকে বেরিয়ে পাশ্ববর্তী একটি দোকান থেকে পেট্রোল নিয়ে বাইকটিতে আগুন ধরিয়ে দেয়। নিমিষে বাইকটি পুড়ে যায়। অভি কি কারনে বাইকটিতে আগুন দিয়েছে এ বিষয় জানতে চাইলে এলাকাবাসী অভি সরকারের ভয়ে কথা বলতে চাইনি।
এ ব্যাপারে বাবু বিশ্বাস বলেন, আমি যখন বাইকটি নতুন কিনেছিলাম, তখন অভি সরকার আমার কাছে বাইকটি চেয়েছিল। আমি তখন  অপারগতা প্রকাশ করলে এর কয়েকদিন পর অভি  পুনরায় সবুজ নামের একটি ছেলেকে আমার কাছে বাইক নিতে পাঠাই। তখনও আমি দিতে রাজি হয়নি। এরপর বেশকয়েকদিন পরে অভি সরকার আমাকে আবারো ১৫দিনের জন্য মোটরসাইকেলটি দিতে বললে আমি না করে দিই। সে কারনে তার দলবল নিয়ে আমাকে নির্মমভাবে মারধর করে আহত অবস্থায় আমাকে মাঠে ফেলে রেখে যায়। মূলত তাকে মোটরসাইকেল না দেওয়ায় সে এ ঘটনা ঘটিয়েছে। এ ব্যাপারে অভি সরকারের সাথে কথা বলার জন্য মুঠোফোনে চেষ্টা করা হলে ফোনটি বন্ধ পাওয়া যায়।
এদিকে কাশিপুর গ্রামের বাজারে মোটরসাইকেলে পেট্্েরাল দিয়ে আগুন ধরানোর বিষয়টি শুনে জীবননগর থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। ক্ষতিগ্রস্থের পক্ষে থানায় কোন অভিযোগ না করায় এখনও পর্যন্ত কোন মামলা হয়নি। একটি সূত্রে জানা গেছে অভি সরকার টাকার জোরে আর ক্ষমতার দাপটে বিভিন্ন ধরনের অপকর্ম করে থাকে তার এই কান্ডে এলাকাবাসী হতবাক।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

জীবননগর কাশিপুর বাজারে পেশি শক্তির দাপট দেখিয়ে প্রকাশ্যে : মোটরসাইকেলে আগুন দিলো অভি সরকার

আপলোড টাইম : ০৪:৪১:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১২ জুলাই ২০১৭

জীবননগর অফিস: জীবননগর উপজেলার কাশিপুর গ্রামে নিজের ব্যবহৃত মোটরসাইকেল ব্যবহার করতে না দেওয়ায় জনসম্মুখে মোটরসাইকেলটি আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দুপুর ২টার দিকে কাশিপুর বাজারে এ ঘটনা ঘটে। কাশিপুর গ্রামের মৃত রশিদ বিশ্বাসের ছেলে বাবু বিশ্বাসের ব্যবহৃত বাজাজ ভি ১৫ মডেলের ১৫০সিসি মোটরসাইকেলটি কাশিপুর বাজারে রাখলে, সেখানে একই গ্রামের সরকার ব্রিক্সের মালিক মৃত নাসির সরকারের ছেলে অভি সরকার প্রকাশ্যে আকস্মিক বাইকটিতে পেট্রোল ঢেলে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল দুপুর ২টায় বাবু বিশ্বাসের মোটরসাইকেলটি বাজারের তেতুলতলায় রাখা ছিল। একই বাজারে শুকুর সরকারের দোকানের ভিতরে অভি সরকারসহ বেশ কয়েকজন আলোচনা করছিল। হঠাৎ অভি সরকার শুকুর সরকারের দোকান থেকে বেরিয়ে পাশ্ববর্তী একটি দোকান থেকে পেট্রোল নিয়ে বাইকটিতে আগুন ধরিয়ে দেয়। নিমিষে বাইকটি পুড়ে যায়। অভি কি কারনে বাইকটিতে আগুন দিয়েছে এ বিষয় জানতে চাইলে এলাকাবাসী অভি সরকারের ভয়ে কথা বলতে চাইনি।
এ ব্যাপারে বাবু বিশ্বাস বলেন, আমি যখন বাইকটি নতুন কিনেছিলাম, তখন অভি সরকার আমার কাছে বাইকটি চেয়েছিল। আমি তখন  অপারগতা প্রকাশ করলে এর কয়েকদিন পর অভি  পুনরায় সবুজ নামের একটি ছেলেকে আমার কাছে বাইক নিতে পাঠাই। তখনও আমি দিতে রাজি হয়নি। এরপর বেশকয়েকদিন পরে অভি সরকার আমাকে আবারো ১৫দিনের জন্য মোটরসাইকেলটি দিতে বললে আমি না করে দিই। সে কারনে তার দলবল নিয়ে আমাকে নির্মমভাবে মারধর করে আহত অবস্থায় আমাকে মাঠে ফেলে রেখে যায়। মূলত তাকে মোটরসাইকেল না দেওয়ায় সে এ ঘটনা ঘটিয়েছে। এ ব্যাপারে অভি সরকারের সাথে কথা বলার জন্য মুঠোফোনে চেষ্টা করা হলে ফোনটি বন্ধ পাওয়া যায়।
এদিকে কাশিপুর গ্রামের বাজারে মোটরসাইকেলে পেট্্েরাল দিয়ে আগুন ধরানোর বিষয়টি শুনে জীবননগর থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। ক্ষতিগ্রস্থের পক্ষে থানায় কোন অভিযোগ না করায় এখনও পর্যন্ত কোন মামলা হয়নি। একটি সূত্রে জানা গেছে অভি সরকার টাকার জোরে আর ক্ষমতার দাপটে বিভিন্ন ধরনের অপকর্ম করে থাকে তার এই কান্ডে এলাকাবাসী হতবাক।