চুয়াডাঙ্গায় ডিগ্রি পাস পরীক্ষার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত এবার ৭টি কেন্দ্রে মোট পরীক্ষার্থী ১ হাজার ৪৯২জন
- আপলোড টাইম : ০৪:৪৭:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ জুলাই ২০১৭
- / ৪৩৯ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় ২০১৭ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স পরীক্ষা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। আগামী ১৫জুলাই থেকে পরীক্ষা শুরু হবে। পরীক্ষা চলাকালে কেন্দ্র সচিব ব্যাতীত আর কেউ মোবাইলফোন ব্যবহার করতে পারবেন না। এ বছর চুয়াডাঙ্গা জেলায় মোট ১হাজার ৪৯২জন পরীক্ষার্থী ডিগ্রি (পাস) পরীক্ষায় অংশ নেবে।
জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুর রাজ্জাক, প্রফেসর এস এম ই¯্রাফিল, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, অধ্যক্ষ কামরুজ্জামান। এ ছাড়াও কেন্দ্র সচিব ও তাদের মনোনীত প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, চুয়াডাঙ্গা জেলায় ৭টি পরীক্ষা কেন্দ্রে ১ হাজার ৪৯২ জন পরীক্ষার্থী ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট পরীক্ষায় অংশগ্রহণ করবে। কেন্দ্রগুলো হচ্ছে চুয়াডাঙ্গা সরকারি কলেজ, সরকারি আদর্শ মহিলা কলেজ, আলমডাঙ্গার এমএস জোহা ডিগ্রি কলেজ, আলমডাঙ্গা ডিগ্রি কলেজ, জীবননগর ডিগ্রি কলেজ, দর্শনা সরকারি কলেজ এবং চুয়াডাঙ্গা পৌর কলেজ।
প্রস্তুতিমূলক সভায় জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ বলেন, প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে মোবাইলফোন সাথে আনতে না পারে সেদিকে সকলকে খেয়াল রাখতে হবে। হলসুপার ছাড়া কেউই মোবাইলফোন পরীক্ষা কেন্দ্রে নিয়ে আসতে পারবেন না। এ ছাড়াও সাংবাদিকদেরকেও কেন্দ্র পরিদর্শনে নিয়ম করে দেওয়া হয়েছে। ৪ উপজেলার ৭টি কেন্দ্র পরিদর্শনে মাত্র দু’জন জৈষ্ঠ্য সাংবাদিককে পরিদর্শক ও সকল সংবাদ কর্মীদের প্রতিনিধি হিসেবে অনুমতি দেওয়া হয়েছে। এবছরও যথারীতি কেন্দ্রে ১৪৪ ধারা জারি থাকবে।