ইপেপার । আজ শনিবার, ২২ মার্চ ২০২৫

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে গাঁজা ও ফেন্সিডিল উদ্ধার ইসলামপাড়ার আরিফুল আকুন্দবাড়িয়ার কালু আটক

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৪:৪৩:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ জুলাই ২০১৭
  • / ৪৭৬ বার পড়া হয়েছে

DSC02342নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় ফেনসিডিল ও গাঁজাসহ দুইজনকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল সোমবার চুয়াডাঙ্গা শহরে এবং সদর উপজেলার আকুন্দবাড়িয়ার তমালতলায় পৃথক অভিযানে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ২শ গ্রাম গাঁজা এবং ৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। গতকাল আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে উদ্ধারকৃত মালামালসহ চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করা হয়েছে। এছাড়া, আকুন্দবাড়িয়ার ফার্মপাড়া থেকে ৫৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। অভিযানের সময় বাড়ির লোকজন পালিয়ে গেলেও দুইজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর উপজেলার আকুন্দবাড়িয়ায় অভিযান চালায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় গ্রামের তমালতলা থেকে আবুল কালাম ওরফে কালু নামের একজনকে আটক করে। তার কাছ থেকে ৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। আটককৃত আবুল কালাম ওরফে কালু (৪৫) আকুন্দবাড়িয়া তমালতলার আলম হোসেনের ছেলে।
অপরদিকে, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে চুয়াডাঙ্গা শহরের একাডেমি মোড়ে অভিযান চালায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় আরিফুল নামের এক যুবককে আটক করে তার কাছ থেকে ২শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত আরিফুল ইসলাম (৩০) চুয়াডাঙ্গা পৌর এলাকার ইসলামপাড়ার মৃত আলিমদ্দিনের ছেলে। পরে তাকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ে নেয়া হয়। উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ বাদি হয়ে আরিফুলের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। উদ্ধারকৃত মালামালসহ তাদের চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করা হয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে গাঁজা ও ফেন্সিডিল উদ্ধার ইসলামপাড়ার আরিফুল আকুন্দবাড়িয়ার কালু আটক

আপলোড টাইম : ০৪:৪৩:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ জুলাই ২০১৭

DSC02342নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় ফেনসিডিল ও গাঁজাসহ দুইজনকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল সোমবার চুয়াডাঙ্গা শহরে এবং সদর উপজেলার আকুন্দবাড়িয়ার তমালতলায় পৃথক অভিযানে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ২শ গ্রাম গাঁজা এবং ৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। গতকাল আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে উদ্ধারকৃত মালামালসহ চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করা হয়েছে। এছাড়া, আকুন্দবাড়িয়ার ফার্মপাড়া থেকে ৫৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। অভিযানের সময় বাড়ির লোকজন পালিয়ে গেলেও দুইজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর উপজেলার আকুন্দবাড়িয়ায় অভিযান চালায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় গ্রামের তমালতলা থেকে আবুল কালাম ওরফে কালু নামের একজনকে আটক করে। তার কাছ থেকে ৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। আটককৃত আবুল কালাম ওরফে কালু (৪৫) আকুন্দবাড়িয়া তমালতলার আলম হোসেনের ছেলে।
অপরদিকে, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে চুয়াডাঙ্গা শহরের একাডেমি মোড়ে অভিযান চালায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় আরিফুল নামের এক যুবককে আটক করে তার কাছ থেকে ২শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত আরিফুল ইসলাম (৩০) চুয়াডাঙ্গা পৌর এলাকার ইসলামপাড়ার মৃত আলিমদ্দিনের ছেলে। পরে তাকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ে নেয়া হয়। উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ বাদি হয়ে আরিফুলের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। উদ্ধারকৃত মালামালসহ তাদের চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করা হয়েছে।