ইপেপার । আজ শুক্রবার, ২১ মার্চ ২০২৫

চুয়াডাঙ্গা দোকান মালিক সমিতির জরুরী সভায় ব্যবসায়ী নেতৃবৃন্দ স্থগিত আন্দোলনের পরবর্তী কর্মসূচি শীঘ্রই ঘোষণা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৪:৪২:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ জুলাই ২০১৭
  • / ৪৩২ বার পড়া হয়েছে

DSCN9370নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা শহরের রেলবাজারে ম্যাজিস্ট্রেট ফখরুল ইসলাম কর্তৃক পরিচালিত ভ্রাম্যমান আদালতের একটি ঘটনাকে কেন্দ্র করে ব্যবসায়ী নেতৃবৃন্দকে লাঞ্চিতের ঘটনায় পুলিশ সুপারের অপসারণের দাবিতে আবারো আন্দোলনের শীঘ্রই ঘোষণা করার কথা জানিয়েছে নেতৃবৃন্দ।
বাংলাদেশ দোকান মালিক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক মো. ইবরুল হাসান জোয়ার্দ্দার (ইবু)। তিনি বলেন গত ১৪জুন পুলিশ সুপার কতৃক বাংলাদেশ দোকান মালিক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদককে শারিরিকভাবে লাঞ্ছিত ও অকথ্য ভাষায় গালিগালাজ করার প্রতিবাদে চলমান আন্দোলন, ঈদ পরবর্তী কর্মসূচি সম্পর্কে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণের জন্য দোকান মালিকদেরকে আলোচনা সভায় ডাকা হয়। সকলের স্বতস্ফুর্ত সাড়া ও সম্মতিক্রমে আন্দোলনের নতুন কৌশলসহ নানা সিদ্ধান্ত নেয়া হয়েছে। হুইপ মহোদয়ের সাথে আলোচনার পর তা জানানো হবে।
গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় বড় বাজার ফেরীঘাট রোডের মুক্তিযোদ্ধা মার্কেটের তৃতীয় তলায় দোকান মালিক সমিতির জেলা কার্যালয়ে এক আলোচনা সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা দোকান মালিক সমিতির সভাপতি আসাদুল হোসেন জোয়ার্দ্দার লেমন, সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাদের জগলু, সহ-সভাপতি শাহাবুদ্দিন মালিক, যুগ্ম সম্পাদক সেলিম রেজা, জেলা পরিবেশক সমিতির সভাপতি হাজী সালাউদ্দিন চান্নু, বড় বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি শফী উদ্দিন আহম্মেদ, সমবায় নিউ মার্কেট সমিতির ব্যবসায়ী নেতা মুনজুরুল আলম মালিক লার্জ, সুমন পারভেজ।
প্রসঙ্গত, গত ১১ জুন চুয়াডাঙ্গা পুলিশ সুপার নিজাম উদ্দীনের অপসারনের দাবীতে বাংলাদেশ দোকান মালিক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখা অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয়। চুয়াডাঙ্গা শহরের রেলবাজারে ম্যাজিস্ট্রেট ফখরুল ইসলাম কর্তৃক পরিচালিত ভ্রাম্যমান আদালতের একটি ঘটনাকে কেন্দ্র করে পুলিশ সুপার নিজে ঘটনাস্থলে উপস্থিত হয়ে দোকান মালিক সমিতির সভাপতি আসাদুল হোসেন জোয়ার্দ্দার লেমন ও সাধারণ সম্পাদক ইবরুল হাসান জোয়ার্দ্দার ইবুকে মারপিট করে রক্তাক্ত জখম করার প্রতিবাদে এ ধর্মঘটের ডাক দেওয়া হয়। ঈদুল ফিতর সামনে রেখে ভোক্তা ও ক্রেতাদের কথা চিন্তা করে হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি’র সাথে রুদ্ধদ্বার বৈঠক শেষে তাদের আন্দোলন সাময়িক স্থগিত করে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

চুয়াডাঙ্গা দোকান মালিক সমিতির জরুরী সভায় ব্যবসায়ী নেতৃবৃন্দ স্থগিত আন্দোলনের পরবর্তী কর্মসূচি শীঘ্রই ঘোষণা

আপলোড টাইম : ০৪:৪২:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ জুলাই ২০১৭

DSCN9370নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা শহরের রেলবাজারে ম্যাজিস্ট্রেট ফখরুল ইসলাম কর্তৃক পরিচালিত ভ্রাম্যমান আদালতের একটি ঘটনাকে কেন্দ্র করে ব্যবসায়ী নেতৃবৃন্দকে লাঞ্চিতের ঘটনায় পুলিশ সুপারের অপসারণের দাবিতে আবারো আন্দোলনের শীঘ্রই ঘোষণা করার কথা জানিয়েছে নেতৃবৃন্দ।
বাংলাদেশ দোকান মালিক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক মো. ইবরুল হাসান জোয়ার্দ্দার (ইবু)। তিনি বলেন গত ১৪জুন পুলিশ সুপার কতৃক বাংলাদেশ দোকান মালিক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদককে শারিরিকভাবে লাঞ্ছিত ও অকথ্য ভাষায় গালিগালাজ করার প্রতিবাদে চলমান আন্দোলন, ঈদ পরবর্তী কর্মসূচি সম্পর্কে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণের জন্য দোকান মালিকদেরকে আলোচনা সভায় ডাকা হয়। সকলের স্বতস্ফুর্ত সাড়া ও সম্মতিক্রমে আন্দোলনের নতুন কৌশলসহ নানা সিদ্ধান্ত নেয়া হয়েছে। হুইপ মহোদয়ের সাথে আলোচনার পর তা জানানো হবে।
গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় বড় বাজার ফেরীঘাট রোডের মুক্তিযোদ্ধা মার্কেটের তৃতীয় তলায় দোকান মালিক সমিতির জেলা কার্যালয়ে এক আলোচনা সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা দোকান মালিক সমিতির সভাপতি আসাদুল হোসেন জোয়ার্দ্দার লেমন, সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাদের জগলু, সহ-সভাপতি শাহাবুদ্দিন মালিক, যুগ্ম সম্পাদক সেলিম রেজা, জেলা পরিবেশক সমিতির সভাপতি হাজী সালাউদ্দিন চান্নু, বড় বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি শফী উদ্দিন আহম্মেদ, সমবায় নিউ মার্কেট সমিতির ব্যবসায়ী নেতা মুনজুরুল আলম মালিক লার্জ, সুমন পারভেজ।
প্রসঙ্গত, গত ১১ জুন চুয়াডাঙ্গা পুলিশ সুপার নিজাম উদ্দীনের অপসারনের দাবীতে বাংলাদেশ দোকান মালিক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখা অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয়। চুয়াডাঙ্গা শহরের রেলবাজারে ম্যাজিস্ট্রেট ফখরুল ইসলাম কর্তৃক পরিচালিত ভ্রাম্যমান আদালতের একটি ঘটনাকে কেন্দ্র করে পুলিশ সুপার নিজে ঘটনাস্থলে উপস্থিত হয়ে দোকান মালিক সমিতির সভাপতি আসাদুল হোসেন জোয়ার্দ্দার লেমন ও সাধারণ সম্পাদক ইবরুল হাসান জোয়ার্দ্দার ইবুকে মারপিট করে রক্তাক্ত জখম করার প্রতিবাদে এ ধর্মঘটের ডাক দেওয়া হয়। ঈদুল ফিতর সামনে রেখে ভোক্তা ও ক্রেতাদের কথা চিন্তা করে হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি’র সাথে রুদ্ধদ্বার বৈঠক শেষে তাদের আন্দোলন সাময়িক স্থগিত করে।