চুয়াডাঙ্গার দামুড়হুদায় নারী মাদক ব্যবসায়ী আটক
- আপলোড টাইম : ০৪:৩৯:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ জুলাই ২০১৭
- / ৩৫২ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গার দামুড়হুদায় নারী মাদক ব্যবসায়ী আটক
ভ্র্যাম্যমান আদালতে ৬ মাসের জেল
দামুড়হুদা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দর্শনা থেকে ৫০ পুরিয়া গাঁজাসহ মিনা খাতুন (৩৫) নামে এক নারী মাদকব্যাবসায়ীক ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্র্যাম্যমান আদালত। দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিট্রেট রফিকুল হাসান এই আদেশ দেন। মিনা খাতুন জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা পাঠানপাড়ার কলিম উদ্দীনের মেয়ে। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে দর্শনা বিজিবি তাকে আটক করে।
আদালত সুত্রে জানা যায়, গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে দামুড়হুদার দর্শনা বিওপির নায়েক নজরুল ইসলাম গোপন সংবাদের ভিতিত্বে সংবাদ পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে দর্শনার পাঠানপাড়ার কলিম উদ্দীনের মেয়ে মিনা খাতুনের বাড়ী অভিযান চালিয়ে ৫০ পুরিয়া গাঁজাসহ তাকে আটক করে। পরে বিজিবি দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসারকে খবর দিলে তিনি ঘটনাস্থলে উপস্থিত হন। এসময় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিট্রেট রফিকুল হাসান তাকে যাচায় বাছায় শেষে মাদ্রক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯৯০এর ১৯/১এর টেবিলের ক্রমিক৭ এর ক ধারায় মিনা খাতুনকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেন। গতকাল সোমবার দুপুরে তাকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।