ইপেপার । আজ বুধবার, ১৯ মার্চ ২০২৫

আলমডাঙ্গার মধুপুরে স্বামী পরিত্যক্তার ঘরে ঢুকে এক : ব্যক্তি পাকড়াও : সালিশ সভায় ১ লাখ টাকা জরিমানা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৪:৪১:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০১৭
  • / ৪০০ বার পড়া হয়েছে

আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার মধুপুর গ্রামের স্বামী পরিত্যক্তা এক মহিলার ঘরে ঢুকে বেরসিক জনতার হাতে পাকড়াও হয়েছে একই গ্রামের মোজাম আলী (৭০) নামের এক ব্যক্তি। এ ঘটনায় গ্রামে সালিস বৈঠকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে মোজাম আলীকে। অনেকেই জানিয়েছে ওই মহিলা টাকা নিতে রাজী না হয়ে ওই ব্যক্তির সাথে বিয়ের দাবী জানাচ্ছেন। জানা গেছে,আলমডাঙ্গার জামজামি ইউনিয়নের ঘোষবিলা গ্রামের মোজাম আলী নামের এক ব্যক্তি গত শুক্রবার গ্রামের  মৃত খইবার আলীর স্ত্রীর ঘড়ে ঢোকে। এ সময় স্থানীয় লোকজন তাকে হাতেনাতে ধরে পিটুনি দেয়। পরে গ্রামে সালিশ সভা বসিয়ে মোজাম আলীকে  ১  লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা এখানো পরিষোধ হয়নি। এদিকে ওই মহিলার অভিযোগ মাঝে মধ্যেই তাকে মোজাম আলী উত্যক্ত করে আসছে।  সে টাকা না নিয়ে তাকে বিয়ে করতে চাই।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

আলমডাঙ্গার মধুপুরে স্বামী পরিত্যক্তার ঘরে ঢুকে এক : ব্যক্তি পাকড়াও : সালিশ সভায় ১ লাখ টাকা জরিমানা

আপলোড টাইম : ০৪:৪১:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০১৭

আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার মধুপুর গ্রামের স্বামী পরিত্যক্তা এক মহিলার ঘরে ঢুকে বেরসিক জনতার হাতে পাকড়াও হয়েছে একই গ্রামের মোজাম আলী (৭০) নামের এক ব্যক্তি। এ ঘটনায় গ্রামে সালিস বৈঠকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে মোজাম আলীকে। অনেকেই জানিয়েছে ওই মহিলা টাকা নিতে রাজী না হয়ে ওই ব্যক্তির সাথে বিয়ের দাবী জানাচ্ছেন। জানা গেছে,আলমডাঙ্গার জামজামি ইউনিয়নের ঘোষবিলা গ্রামের মোজাম আলী নামের এক ব্যক্তি গত শুক্রবার গ্রামের  মৃত খইবার আলীর স্ত্রীর ঘড়ে ঢোকে। এ সময় স্থানীয় লোকজন তাকে হাতেনাতে ধরে পিটুনি দেয়। পরে গ্রামে সালিশ সভা বসিয়ে মোজাম আলীকে  ১  লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা এখানো পরিষোধ হয়নি। এদিকে ওই মহিলার অভিযোগ মাঝে মধ্যেই তাকে মোজাম আলী উত্যক্ত করে আসছে।  সে টাকা না নিয়ে তাকে বিয়ে করতে চাই।