চুয়াডাঙ্গা জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় জেলা প্রশাসক : জেলার আইনশৃঙ্খলা উন্নতির পথে হাটছে
- আপলোড টাইম : ০৪:৩৪:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০১৭
- / ১১১১ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: জেলার আইনশৃঙ্খলা আগের থেকেও অনেক উন্নত হয়েছে। সহলের সহযোগিতায় দিন দিন আরো উন্নতির পথে হাটছে। বাল্য বিয়ে, নারী ও শিশু নির্যাতন এবং মাদকের বিরুদ্ধে কঠোর আইননানুগ ব্যবস্থা অব্যাহত রয়েছে। গতকাল রবিবার জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। তিনি আরো বলেন, জেলা শহরের মধ্যে সমস্ত সড়কে যানজট নিরসনে অবৈধযান নসিমন, করিমন, আলমসাধু, ভটভটি, লাটাহাম্বারসহ স্যালোইঞ্জিন চালিত সমস্ত যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হবে। ব্যবসায়ীদেরকে মালামাল পরিবহনে মিনিপিকআপ ব্যবহার করতে হবে। হাসপাতাল সড়কে যানজট নিরসনে জেলা প্রশাসক বলেন, হাসপাতাল-ঈদগা সড়কটি ওয়ান ওয়ে করা হলে যানজট অনেকাংশে কমে আসবে। শিঘ্রই এ ব্যাপারে চুড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এ ছাড়াও স্কুল-কলেজগামী ছাত্র-ছাত্রীদের সন্ধ্যারপর বাড়ির বাহিরে চলাফেরার ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। সভাপতি বলেন, বাল্য বিবাহ নিরসনে প্রশাসনিক কর্মকান্ড জোরদার করা হয়েছে। বাল্য বিবাহ প্রদানকারী কাজীদের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে। এ কাজে সামাজিত সচেতনতাও জরুরী। এর আগে কাজীদের সাথে মতবিনিময় করে অবহিত করা হবে। জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ, সাংবাদিকদের প্রতি বস্তুনিষ্ঠ ও তথ্য বহুল সংবাদ প্রকাশের আহ্বান জানান। সাথে সাথে সামাজিক দ্বায়িত্ব পালনে এগিয়ে আসার আহ্বান জানান।
সভায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-৬ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল রাশিদুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল মোমেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তরিকুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের সরকারি- বেসরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। পূর্ববতী সভার কার্যবিবরণী তুলে ধরেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. জসিম উদ্দীন।