ইপেপার । আজ শনিবার, ২২ মার্চ ২০২৫

এনসিটিএফ’র শিশুরা পালন করলো জেলা শিশুবিষয়ক কর্মকর্তার জন্মদিন

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৪:২৯:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০১৭
  • / ৪৩৫ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা জেলা এনসিটিএফ’র শিশুরা পালন করলো জেলা শিশু বিষয়ক কর্মকর্তার জন্মদিন। করবেই বা না কেন? এমন কথাই বলল এনসিটিএফ’র জেলা কমিটির এক সদস্য। কারণ জানতে চাইলে বলল,” মেডাম আমাদের সবার জন্মদিন কবে তা ঠিক রাখেন, যার জন্ম দিন, তাকে না জানিয়ে শিশু একাডেমিতে
এনসিটিএফ’র সকলকে ডেকে কেক কাটার আয়োজন করে সারপ্রাইজ দেন। তাই, আমরাও তার জন্মদিনে আজ মেডামকে একটু সারপ্রাইজ দিলাম। রাত ১২টায় আমরা ফেসবুক ও ফোনের মাধ্যমে মেডামকে উইস করেছি। এখন কেক কেটে আমরাও একটু মেডামকে সারপ্রাইজ দিলাম, হঠাৎ করে এসে।
চুয়াডাঙ্গা জেলা শিশুবিষয়ক কর্মকর্তা আফসানা ফেরদৌসি শিশুদের জন্মদিন পালনের চেষ্টা করেন।”এনসিটিএফ”  শিশু একাডেমির দ্বারা পরিচালিত বাংলাদেশ সরকারের শিশু অধিকার বিষয়ক সংগঠন যা শিশুদের দ্বারা পরিচালিত। চুয়াডাঙ্গা এনসিটিএফ’র শিশুদের এই দৃষ্টান্ত শিখনীয়। গতকাল সকাল দশটায় এনসিটিএফ’র শিশুদের এই আয়োজনে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আফসানা ফেরদৌসি  তার আনন্দে কেঁদে ফেলেন। এসময় তিনি বলেন এটাই আমার জিবনের ইচ্ছা ছিল,ছোট বেলায় শিশু একাডেমির পুরষ্কার পেয়েছি, ইচ্ছা জেগেছে এখানে চাকরি করার।যাইহোক,এটা আমার চাকরি জিবনের শ্রেষ্ঠ এবং সুন্দর দিনগুলির একটা।এসময় এনসিটিএফ’র শিশু সাংবাদিক ও শিশু অধিকারকর্মী মেহেরাব্বিন সানভী,সহসভাপতি মাহফুজা লুবনা শোভা, ক্রিয়া সম্পাদক ফানহান লায়েস আবেগ, শিশু গবেষক আসাদুজ্জামান আসাদ, জেলা কমিটির সদস্য আছিব মল্লিক নয়ন, নিশাত, নাঈমাসহ এনসিটিএফ’র জেলা কমিটির সদস্যবৃন্দরা উপস্থিত ছিলো। -প্রেসবিজ্ঞপ্তি

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

এনসিটিএফ’র শিশুরা পালন করলো জেলা শিশুবিষয়ক কর্মকর্তার জন্মদিন

আপলোড টাইম : ০৪:২৯:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০১৭

চুয়াডাঙ্গা জেলা এনসিটিএফ’র শিশুরা পালন করলো জেলা শিশু বিষয়ক কর্মকর্তার জন্মদিন। করবেই বা না কেন? এমন কথাই বলল এনসিটিএফ’র জেলা কমিটির এক সদস্য। কারণ জানতে চাইলে বলল,” মেডাম আমাদের সবার জন্মদিন কবে তা ঠিক রাখেন, যার জন্ম দিন, তাকে না জানিয়ে শিশু একাডেমিতে
এনসিটিএফ’র সকলকে ডেকে কেক কাটার আয়োজন করে সারপ্রাইজ দেন। তাই, আমরাও তার জন্মদিনে আজ মেডামকে একটু সারপ্রাইজ দিলাম। রাত ১২টায় আমরা ফেসবুক ও ফোনের মাধ্যমে মেডামকে উইস করেছি। এখন কেক কেটে আমরাও একটু মেডামকে সারপ্রাইজ দিলাম, হঠাৎ করে এসে।
চুয়াডাঙ্গা জেলা শিশুবিষয়ক কর্মকর্তা আফসানা ফেরদৌসি শিশুদের জন্মদিন পালনের চেষ্টা করেন।”এনসিটিএফ”  শিশু একাডেমির দ্বারা পরিচালিত বাংলাদেশ সরকারের শিশু অধিকার বিষয়ক সংগঠন যা শিশুদের দ্বারা পরিচালিত। চুয়াডাঙ্গা এনসিটিএফ’র শিশুদের এই দৃষ্টান্ত শিখনীয়। গতকাল সকাল দশটায় এনসিটিএফ’র শিশুদের এই আয়োজনে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আফসানা ফেরদৌসি  তার আনন্দে কেঁদে ফেলেন। এসময় তিনি বলেন এটাই আমার জিবনের ইচ্ছা ছিল,ছোট বেলায় শিশু একাডেমির পুরষ্কার পেয়েছি, ইচ্ছা জেগেছে এখানে চাকরি করার।যাইহোক,এটা আমার চাকরি জিবনের শ্রেষ্ঠ এবং সুন্দর দিনগুলির একটা।এসময় এনসিটিএফ’র শিশু সাংবাদিক ও শিশু অধিকারকর্মী মেহেরাব্বিন সানভী,সহসভাপতি মাহফুজা লুবনা শোভা, ক্রিয়া সম্পাদক ফানহান লায়েস আবেগ, শিশু গবেষক আসাদুজ্জামান আসাদ, জেলা কমিটির সদস্য আছিব মল্লিক নয়ন, নিশাত, নাঈমাসহ এনসিটিএফ’র জেলা কমিটির সদস্যবৃন্দরা উপস্থিত ছিলো। -প্রেসবিজ্ঞপ্তি