ইপেপার । আজ রবিবার, ২৩ মার্চ ২০২৫

চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গায় ৫ দিনব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধনকালে হুইপ ছেলুন এমপি : পরিবেশ রক্ষায় গাছ লাগানোর বিকল্প নেই

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৪:২৭:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ৯ জুলাই ২০১৭
  • / ৮৬৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা-১ আসনের সাংসদ ও জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন বলেছেন, গ্রামীণ দারিদ্র্র বিমোচনে ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষ রোপন যথেষ্ঠ ভূমিকা রাখে। পরিবেশ রক্ষায় গাছ লাগানোর বিকল্প নেই। আমাদের অক্সিজেনের সিংহ ভাগ গাছের কাছে পেয়ে থাকি। জলবায়ু পরিবর্তন জনিত বিরুপ প্রভাব মোকাবেলা ও ক্রমবর্ধমান জনসংখ্যা চাহিদার সঙ্গে সঙ্গতি রেখে দেশে বৃক্ষ রোপন কর্মসূচি অতি জরুরী। বর্তমানে দেশে খাদ্য স্বংয়সম্পন্ন হলেও বিশাল জনগোষ্ঠি এখনো অপুষ্টির শিকার। আমাদের দেশে মাথাপিছু ৮৫ গ্রামের স্থলে মাত্র ৩০ গ্রাম ফলের প্রাপ্যতা রয়েছে। তাই বাড়ীর আশপাশের জমিতে ফলদ, বনজ ও ঔষধী বৃক্ষ রোপন করে নিজে আর্থিক লাভবান হউন এবং পরিবেশ রক্ষা আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর পৃথিবী দিতে এগিয়ে আসুন।
গতকাল শনিবার সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমি চত্বরে আয়োজিত আলোচনা সভা ও ৫ দিনব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন কালে এসব কথা বলেন তিনি। ‘বৃক্ষ রোপন করে যে, সম্পদশালী হয় সে’-‘স্বাস্থ্য পুষ্টি অর্থ চাই, দেশি ফলের গাছ লাগাই’ প্রতিপাদ্যে ফলদ বৃক্ষরোপন পক্ষ, বৃক্ষরোপন অভিযান, বর্ণাঢ্য র‌্যালি শেষে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে আলোচনা সভা ও ৫ দিনব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়।
জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল মোমেন, পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চুয়াডাঙ্গা খামার বাড়ির উপ-পরিচালক নির্মল কুমার দে, প্রফেসর সিদ্দিকুর রহমান, সহকারী বন সংরক্ষক ও সামাজিক বনায়ন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম খাঁন।
উদ্বোধন শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা বৃক্ষ মেলার স্টল পরিদর্শন করেন। জেলা প্রশাসন, কৃষি বিভাগ ও বন বিভাগের আয়োজনে এবারের মেলায় ৩০টি স্টল থাকছে।
আমাদের আলমডাঙ্গা অফিস জানিয়েছে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত এ বৃক্ষমেলায় প্রধান অতিথি থেকে উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাদ জাহানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান হেলাল উদ্দিন, আলমডাঙ্গা পৌর মেয়র উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান কাদির গনু, আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকরাম হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষন অফিসার প্রবীর কুমার বিশ^াস, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান, বেলাগাছী ইউপি চেয়ারম্যান আমিরুল ইসলাম মন্টু, কালিদাসপুর ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, কুমারী ইউপি চেয়ারম্যান আবু ছাইদ পিন্টু, খাসকররা ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রুন্নু, পৌর আওয়ামী লীগের সভাপতি আবু মুসা, মুক্তিযোদ্ধা কমান্ডার শফিউর রহমান জোয়ার্দ্দার সুলতান, মুক্তিযোদ্ধা মঈনুদ্দীন আহম্মেদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কৃষি অফিসার এ, কে, এম হাসিবুল হাসান, উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক কাজী রবিউল হক, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জামসিদুল হক মুনি, কুমারী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রানা উদ্দিন, সাধরন সম্পাদক আব্দুর রাজ্জাক , কালিদাসপুর ইউনিয়ন আওয়ামীলীগের জালাল উদ্দিন, বেলাগাছী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সমীর দে, খাসকররা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক বিল্লাল হোসেন, আলমডাঙ্গা উপজেলা যুবলীগের আহ্বায়ক আহসানউল্লাহ, যুবলীগ নেতা মতিউর রহমান ফারুক, পল্লি বিদ্যুৎ সমিতির সভাপতি গোলাম রসুল গোলাপ, যুবলীগ নেতা ডিটু, পিন্টু , ইকলুসুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি সালমুন আহম্মেদ ডন, আলমডাঙ্গা ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুল হক, কৃষক প্রতিনিধি আব্দুর রাজ্জাক প্রমূখ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গায় ৫ দিনব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধনকালে হুইপ ছেলুন এমপি : পরিবেশ রক্ষায় গাছ লাগানোর বিকল্প নেই

আপলোড টাইম : ০৪:২৭:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ৯ জুলাই ২০১৭

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা-১ আসনের সাংসদ ও জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন বলেছেন, গ্রামীণ দারিদ্র্র বিমোচনে ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষ রোপন যথেষ্ঠ ভূমিকা রাখে। পরিবেশ রক্ষায় গাছ লাগানোর বিকল্প নেই। আমাদের অক্সিজেনের সিংহ ভাগ গাছের কাছে পেয়ে থাকি। জলবায়ু পরিবর্তন জনিত বিরুপ প্রভাব মোকাবেলা ও ক্রমবর্ধমান জনসংখ্যা চাহিদার সঙ্গে সঙ্গতি রেখে দেশে বৃক্ষ রোপন কর্মসূচি অতি জরুরী। বর্তমানে দেশে খাদ্য স্বংয়সম্পন্ন হলেও বিশাল জনগোষ্ঠি এখনো অপুষ্টির শিকার। আমাদের দেশে মাথাপিছু ৮৫ গ্রামের স্থলে মাত্র ৩০ গ্রাম ফলের প্রাপ্যতা রয়েছে। তাই বাড়ীর আশপাশের জমিতে ফলদ, বনজ ও ঔষধী বৃক্ষ রোপন করে নিজে আর্থিক লাভবান হউন এবং পরিবেশ রক্ষা আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর পৃথিবী দিতে এগিয়ে আসুন।
গতকাল শনিবার সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমি চত্বরে আয়োজিত আলোচনা সভা ও ৫ দিনব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন কালে এসব কথা বলেন তিনি। ‘বৃক্ষ রোপন করে যে, সম্পদশালী হয় সে’-‘স্বাস্থ্য পুষ্টি অর্থ চাই, দেশি ফলের গাছ লাগাই’ প্রতিপাদ্যে ফলদ বৃক্ষরোপন পক্ষ, বৃক্ষরোপন অভিযান, বর্ণাঢ্য র‌্যালি শেষে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে আলোচনা সভা ও ৫ দিনব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়।
জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল মোমেন, পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চুয়াডাঙ্গা খামার বাড়ির উপ-পরিচালক নির্মল কুমার দে, প্রফেসর সিদ্দিকুর রহমান, সহকারী বন সংরক্ষক ও সামাজিক বনায়ন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম খাঁন।
উদ্বোধন শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা বৃক্ষ মেলার স্টল পরিদর্শন করেন। জেলা প্রশাসন, কৃষি বিভাগ ও বন বিভাগের আয়োজনে এবারের মেলায় ৩০টি স্টল থাকছে।
আমাদের আলমডাঙ্গা অফিস জানিয়েছে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত এ বৃক্ষমেলায় প্রধান অতিথি থেকে উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাদ জাহানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান হেলাল উদ্দিন, আলমডাঙ্গা পৌর মেয়র উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান কাদির গনু, আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকরাম হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষন অফিসার প্রবীর কুমার বিশ^াস, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান, বেলাগাছী ইউপি চেয়ারম্যান আমিরুল ইসলাম মন্টু, কালিদাসপুর ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, কুমারী ইউপি চেয়ারম্যান আবু ছাইদ পিন্টু, খাসকররা ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রুন্নু, পৌর আওয়ামী লীগের সভাপতি আবু মুসা, মুক্তিযোদ্ধা কমান্ডার শফিউর রহমান জোয়ার্দ্দার সুলতান, মুক্তিযোদ্ধা মঈনুদ্দীন আহম্মেদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কৃষি অফিসার এ, কে, এম হাসিবুল হাসান, উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক কাজী রবিউল হক, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জামসিদুল হক মুনি, কুমারী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রানা উদ্দিন, সাধরন সম্পাদক আব্দুর রাজ্জাক , কালিদাসপুর ইউনিয়ন আওয়ামীলীগের জালাল উদ্দিন, বেলাগাছী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সমীর দে, খাসকররা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক বিল্লাল হোসেন, আলমডাঙ্গা উপজেলা যুবলীগের আহ্বায়ক আহসানউল্লাহ, যুবলীগ নেতা মতিউর রহমান ফারুক, পল্লি বিদ্যুৎ সমিতির সভাপতি গোলাম রসুল গোলাপ, যুবলীগ নেতা ডিটু, পিন্টু , ইকলুসুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি সালমুন আহম্মেদ ডন, আলমডাঙ্গা ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুল হক, কৃষক প্রতিনিধি আব্দুর রাজ্জাক প্রমূখ।