ইপেপার । আজ শনিবার, ২২ মার্চ ২০২৫

চুয়াডাঙ্গার পাঁচজন গুণীজনকে দেওয়া হলো জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা ২০১৫ : গুণী জদের কদর করলেই দেশে গুণী জন তৈরি হবে

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৪:২৩:০২ পূর্বাহ্ন, রবিবার, ৯ জুলাই ২০১৭
  • / ৫৫৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ শিল্পকলা একাডেমি চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্দ্যোগে জেলার পাঁচ গুণীজনকে শিল্পকলা একাডেমি সম্মাননা-২০১৫ প্রদান করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গনের শ্রীমন্ত টাউন হলে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মদ্যদিয়ে আনুষ্ঠানিক ভাবে জেলার পাঁচজন গুণী ব্যাক্তিকে সম্মাননা স্মারক, উত্তরীয় ও নগদ দশ হাজার টাকার চেক তুলে দেন জেলার সুযোগ্য জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। এসময় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ বলেন, গুণীজনদের হাতে সম্মাননা তুলে দিতে পেরে আমি গর্ববোধ করছি। তাছাড়া গুণীজদের কদর করলেই দেশে গুণীজন তৈরি হবে। গুণীজন সম্মাননা প্রাপ্তরা সমাজ জাতি তথা দেশ গঠনে অনেক বড় ভুমিকা পালন করেন।
চুয়াডাঙ্গা জেলা শিল্পকলা একাডেমির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মালিকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল মোমেন, আদর্শ সরকারি মহিলা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ এসএম ই¯্রাফিল, জেলা কালচারাল অফিসার জসিম উদ্দিন।
সম্মাননা পাওয়া পাঁচ গুণীজনেরা হলেন- নাট্যকলায় জেলার বিশিষ্ট নাট্য অভিনেতা, দৈনিক সময়ের সমীকরণ’র আলমডাঙ্গার অফিস প্রধান সাংবাদিক খন্দকার হামিদুল ইসলাম আজম, সঙ্গীতে চুয়াডাঙ্গার বিশিষ্ট কন্ঠশিল্পি মাহমুদা সরকার, চারুকলায় জেলা শিল্পকলা একাডেমি ও শিশু একাডেমির চিত্রাংকন প্রশিক্ষক মো. জালাল উদ্দীন, লোকসংস্কৃতিতে চুয়াডাঙ্গার বিশিষ্ট বাউল সংঙ্গীত শিল্পি একুশে পদকপ্রাপ্ত বাউল খোদা বকস্ শাহ্’র ছেলে এপার-ওপার বাংলার জনপ্রিয় কন্ঠ শিল্পী বাউল আব্দুুল লতিফ শাহ, যন্ত্রসংঙ্গীতে বিশিষ্ট বংশী বাদক মো. ফজলু মন্ডল।
চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারি অধ্যাপক মুন্সী আবু সাইফের পরিচলনায় স্বাগত বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মুন্সি জাহাঙ্গীর আলম মান্নান। এছাড়া উপস্থিত অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বিভিন্ন বিষয়ে গুণীজনদের সম্মাননা প্রদানের ধারাবহিকতা রাখতে অনুরোধ করেন। এবং চুয়াডাঙ্গা জেলা শিল্পকলা একাডেমিকে গুণীজনদের সম্মাননা জানানোর জন্য ধন্যবাদ জানান।
উল্লেখ্য, বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রতিবছর বিভিন্ন বিষয়ে গুণীজন সম্মাননা প্রদান করে আসছে। এরই ধারাবাহিকতায় চুয়াডাঙ্গা জেলা শিল্পকলা একাডেমি সম্মননা-২০১৫ প্রদান করে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

চুয়াডাঙ্গার পাঁচজন গুণীজনকে দেওয়া হলো জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা ২০১৫ : গুণী জদের কদর করলেই দেশে গুণী জন তৈরি হবে

আপলোড টাইম : ০৪:২৩:০২ পূর্বাহ্ন, রবিবার, ৯ জুলাই ২০১৭

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ শিল্পকলা একাডেমি চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্দ্যোগে জেলার পাঁচ গুণীজনকে শিল্পকলা একাডেমি সম্মাননা-২০১৫ প্রদান করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গনের শ্রীমন্ত টাউন হলে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মদ্যদিয়ে আনুষ্ঠানিক ভাবে জেলার পাঁচজন গুণী ব্যাক্তিকে সম্মাননা স্মারক, উত্তরীয় ও নগদ দশ হাজার টাকার চেক তুলে দেন জেলার সুযোগ্য জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। এসময় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ বলেন, গুণীজনদের হাতে সম্মাননা তুলে দিতে পেরে আমি গর্ববোধ করছি। তাছাড়া গুণীজদের কদর করলেই দেশে গুণীজন তৈরি হবে। গুণীজন সম্মাননা প্রাপ্তরা সমাজ জাতি তথা দেশ গঠনে অনেক বড় ভুমিকা পালন করেন।
চুয়াডাঙ্গা জেলা শিল্পকলা একাডেমির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মালিকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল মোমেন, আদর্শ সরকারি মহিলা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ এসএম ই¯্রাফিল, জেলা কালচারাল অফিসার জসিম উদ্দিন।
সম্মাননা পাওয়া পাঁচ গুণীজনেরা হলেন- নাট্যকলায় জেলার বিশিষ্ট নাট্য অভিনেতা, দৈনিক সময়ের সমীকরণ’র আলমডাঙ্গার অফিস প্রধান সাংবাদিক খন্দকার হামিদুল ইসলাম আজম, সঙ্গীতে চুয়াডাঙ্গার বিশিষ্ট কন্ঠশিল্পি মাহমুদা সরকার, চারুকলায় জেলা শিল্পকলা একাডেমি ও শিশু একাডেমির চিত্রাংকন প্রশিক্ষক মো. জালাল উদ্দীন, লোকসংস্কৃতিতে চুয়াডাঙ্গার বিশিষ্ট বাউল সংঙ্গীত শিল্পি একুশে পদকপ্রাপ্ত বাউল খোদা বকস্ শাহ্’র ছেলে এপার-ওপার বাংলার জনপ্রিয় কন্ঠ শিল্পী বাউল আব্দুুল লতিফ শাহ, যন্ত্রসংঙ্গীতে বিশিষ্ট বংশী বাদক মো. ফজলু মন্ডল।
চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারি অধ্যাপক মুন্সী আবু সাইফের পরিচলনায় স্বাগত বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মুন্সি জাহাঙ্গীর আলম মান্নান। এছাড়া উপস্থিত অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বিভিন্ন বিষয়ে গুণীজনদের সম্মাননা প্রদানের ধারাবহিকতা রাখতে অনুরোধ করেন। এবং চুয়াডাঙ্গা জেলা শিল্পকলা একাডেমিকে গুণীজনদের সম্মাননা জানানোর জন্য ধন্যবাদ জানান।
উল্লেখ্য, বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রতিবছর বিভিন্ন বিষয়ে গুণীজন সম্মাননা প্রদান করে আসছে। এরই ধারাবাহিকতায় চুয়াডাঙ্গা জেলা শিল্পকলা একাডেমি সম্মননা-২০১৫ প্রদান করে।