ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

রাবির আইন ও ভূমি প্রশাসন বিভাগের নতুন সভাপতি চুয়াডাঙ্গার রিগ্যান

সমীকরণ প্রতিবেদক:
  • আপলোড টাইম : ০৯:২৭:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ ডিসেম্বর ২০২১
  • / ১০৪ বার পড়া হয়েছে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন ও ভূমি প্রশাসন বিভাগের সভাপতি হিসেবে দায়িত্বগ্রহণ করেছেন বিভাগটির সহযোগী অধ্যাপক মো. রায়সুল ইসলাম রিগ্যান। গত সোমবার দুপুরে তিনি এ পদে দায়িত্ব গ্রহণ করেন। গত ২৭ ডিসেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর আব্দুস সালাম স্বাক্ষরিত চিঠিতে তাঁকে তিন বছরের জন্য দায়িত্ব দেওয়া হয়।


বিভাগ সূত্রে জানা গেছে, গত সোমবার দুপুরে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্যদিয়ে মো. রায়সুল ইসলাম রিগ্যান দায়িত্ব গ্রহণ করেন। এসময় বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।


মো. রায়সুল ইসলাম রিগ্যান ১৯৯৭ সালে চুয়াডাঙ্গা ভিজে স্কুল থেকে এসএসসি এবং ১৯৯৯ সালে চুয়াডাঙ্গা সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হন। তারপর ২০০৫ সালে তিনি এলএলবি ও ২০০৬ সালে এলএলএম ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি দীর্ঘদিন বিটিআরসিতে কর্মরত ছিলেন। পরে ২০১২ সালে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন তিনি। এরপর ২০১৬ সালে আইন ও ভূমি প্রশাসন বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে যোগদান করে ২০১৬ সালেই তিনি বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর হিসেবেও দায়িত্ব পালনে করেন। সর্বশেষ ২০২১ সালে মো. রায়সুল ইসলাম রিগ্যান রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এম.ফিল ডিগ্রি অর্জন করেন।


উল্লেখ্য, মো. রায়সুল ইসলাম রিগ্যান চুয়াডাঙ্গা পৌর এলাকার মুক্তিপাড়ার মো. নজরুল ইসলাম ও নাছিমা সীমা দম্পতির বড় সন্তান। তাঁর গ্রামের বাড়ি আলমডাঙ্গা উপজেলার ফুলবগাদি গ্রামে।

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

রাবির আইন ও ভূমি প্রশাসন বিভাগের নতুন সভাপতি চুয়াডাঙ্গার রিগ্যান

আপলোড টাইম : ০৯:২৭:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ ডিসেম্বর ২০২১

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন ও ভূমি প্রশাসন বিভাগের সভাপতি হিসেবে দায়িত্বগ্রহণ করেছেন বিভাগটির সহযোগী অধ্যাপক মো. রায়সুল ইসলাম রিগ্যান। গত সোমবার দুপুরে তিনি এ পদে দায়িত্ব গ্রহণ করেন। গত ২৭ ডিসেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর আব্দুস সালাম স্বাক্ষরিত চিঠিতে তাঁকে তিন বছরের জন্য দায়িত্ব দেওয়া হয়।


বিভাগ সূত্রে জানা গেছে, গত সোমবার দুপুরে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্যদিয়ে মো. রায়সুল ইসলাম রিগ্যান দায়িত্ব গ্রহণ করেন। এসময় বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।


মো. রায়সুল ইসলাম রিগ্যান ১৯৯৭ সালে চুয়াডাঙ্গা ভিজে স্কুল থেকে এসএসসি এবং ১৯৯৯ সালে চুয়াডাঙ্গা সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হন। তারপর ২০০৫ সালে তিনি এলএলবি ও ২০০৬ সালে এলএলএম ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি দীর্ঘদিন বিটিআরসিতে কর্মরত ছিলেন। পরে ২০১২ সালে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন তিনি। এরপর ২০১৬ সালে আইন ও ভূমি প্রশাসন বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে যোগদান করে ২০১৬ সালেই তিনি বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর হিসেবেও দায়িত্ব পালনে করেন। সর্বশেষ ২০২১ সালে মো. রায়সুল ইসলাম রিগ্যান রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এম.ফিল ডিগ্রি অর্জন করেন।


উল্লেখ্য, মো. রায়সুল ইসলাম রিগ্যান চুয়াডাঙ্গা পৌর এলাকার মুক্তিপাড়ার মো. নজরুল ইসলাম ও নাছিমা সীমা দম্পতির বড় সন্তান। তাঁর গ্রামের বাড়ি আলমডাঙ্গা উপজেলার ফুলবগাদি গ্রামে।