ইপেপার । আজ বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫

মাগুরায় বাস দুর্ঘটনায় নিহত চুয়াডাঙ্গা কানাইডাঙ্গার স্বপনের দাফন সম্পন্ন : চাকরির উদ্দেশ্যে ঢাকায় পৌছানোর আগেই লাশ!

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৬:৫১:০০ পূর্বাহ্ন, শনিবার, ৮ জুলাই ২০১৭
  • / ৩৬০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত চুয়াডাঙ্গার কানাইডাঙ্গা গ্রামের হাবিবুর রহমান স্বপনের দাফন সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১২টার দিকে তার জানাযা শেষে গ্রাম্য কবরস্থানে দাফন করা হয়। গত পরশু বৃহস্পতিবার রাতে তিনি চাকরির উদ্দেশ্যে দর্শনা ডিলাক্সযোগে ঢাকায় যাচ্ছিলেন। রাত ১১টার দিকে মাগুরার আলমখালী এলাকায় দর্শনা ডিলাক্সের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে সোনারতরী ডিলাক্সের সাথে মুখোমুখি সংঘর্ষে হাবিবুর রহমান স্বপনসহ দুইজন নিহত হয়।
জানা যায়, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কানাইডাঙ্গা গ্রামের ব্যবসায়ী আব্দুর রউফের ছেলে হাবিবুর রহমান স্বপন (২৭) চুয়াডাঙ্গা সরকারি কলেজ থেকে মাস্টার্স সম্পন্ন করেন। পড়াশোনা শেষে চাকরির উদ্দেশ্যে ঢাকায় যাচ্ছিলেন তিনি। গত পরশু রাত ৮টার দিকে দর্শনা ডিলাক্সযোগে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন স্বপন। সিট না পেয়ে বাসের ইঞ্জিন কভারে বসে যাচ্ছিলেন তিনি। রাত সোয়া ১১টার দিকে মাগুরার আলমখালী এলাকায় পৌছায় দর্শনা ডিলাক্স পরিবহন। এসময় দর্শনা ডিলাক্সের চাকা ফেটে সড়কের পাশে গাছের সাথে ধাক্কা লাগে। নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীতমূখী সোনারতরী পরিবহনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। ফায়ার সার্ভিস কর্মিরা আহতদের উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নেয়। এসময় হাবিবুর রহমান স্বপন মারা যান।
গতকাল শুক্রবার স্বপনের লাশ গ্রামে আনার পর শোকের ছায়া নেমে আসে গ্রামজুড়ে। তার অকাল মৃত্যু মেনে নিতে পারছে না গ্রামের কেউ। শোকে কাতর হয়ে পড়েছে তার পরিবারের লোকজন। শুক্রবার বেলা ১২টার দিকে জানাযা শেষে কানাইডাঙ্গা কবরস্থানে দাফনকার্য সম্পন্ন হয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

মাগুরায় বাস দুর্ঘটনায় নিহত চুয়াডাঙ্গা কানাইডাঙ্গার স্বপনের দাফন সম্পন্ন : চাকরির উদ্দেশ্যে ঢাকায় পৌছানোর আগেই লাশ!

আপলোড টাইম : ০৬:৫১:০০ পূর্বাহ্ন, শনিবার, ৮ জুলাই ২০১৭

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত চুয়াডাঙ্গার কানাইডাঙ্গা গ্রামের হাবিবুর রহমান স্বপনের দাফন সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১২টার দিকে তার জানাযা শেষে গ্রাম্য কবরস্থানে দাফন করা হয়। গত পরশু বৃহস্পতিবার রাতে তিনি চাকরির উদ্দেশ্যে দর্শনা ডিলাক্সযোগে ঢাকায় যাচ্ছিলেন। রাত ১১টার দিকে মাগুরার আলমখালী এলাকায় দর্শনা ডিলাক্সের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে সোনারতরী ডিলাক্সের সাথে মুখোমুখি সংঘর্ষে হাবিবুর রহমান স্বপনসহ দুইজন নিহত হয়।
জানা যায়, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কানাইডাঙ্গা গ্রামের ব্যবসায়ী আব্দুর রউফের ছেলে হাবিবুর রহমান স্বপন (২৭) চুয়াডাঙ্গা সরকারি কলেজ থেকে মাস্টার্স সম্পন্ন করেন। পড়াশোনা শেষে চাকরির উদ্দেশ্যে ঢাকায় যাচ্ছিলেন তিনি। গত পরশু রাত ৮টার দিকে দর্শনা ডিলাক্সযোগে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন স্বপন। সিট না পেয়ে বাসের ইঞ্জিন কভারে বসে যাচ্ছিলেন তিনি। রাত সোয়া ১১টার দিকে মাগুরার আলমখালী এলাকায় পৌছায় দর্শনা ডিলাক্স পরিবহন। এসময় দর্শনা ডিলাক্সের চাকা ফেটে সড়কের পাশে গাছের সাথে ধাক্কা লাগে। নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীতমূখী সোনারতরী পরিবহনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। ফায়ার সার্ভিস কর্মিরা আহতদের উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নেয়। এসময় হাবিবুর রহমান স্বপন মারা যান।
গতকাল শুক্রবার স্বপনের লাশ গ্রামে আনার পর শোকের ছায়া নেমে আসে গ্রামজুড়ে। তার অকাল মৃত্যু মেনে নিতে পারছে না গ্রামের কেউ। শোকে কাতর হয়ে পড়েছে তার পরিবারের লোকজন। শুক্রবার বেলা ১২টার দিকে জানাযা শেষে কানাইডাঙ্গা কবরস্থানে দাফনকার্য সম্পন্ন হয়।