ইপেপার । আজ বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় ওয়ার্ড আ.লীগের সভাপতিকে মারধর

আলমডাঙ্গা অফিস:
  • আপলোড টাইম : ০৮:২২:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ ডিসেম্বর ২০২১
  • / ১০৮ বার পড়া হয়েছে

আলমডাঙ্গার ওসমানপুর-প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনের ফরম জমা দেওয়ার নিয়ে বিরোধের জেরে ওই ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি তানসেনকে মারধরে ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার বিদ্যালয় প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আলমডাঙ্গার ওসমানপুর-প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির মেয়াদ শেষ হয়ে গেলে নতুন কমিটি গঠনের জন্য তফসিল ঘোষণা করা হয়। এরই মধ্যে ওসমানপুর ও প্রাগপুর গ্রামের মধ্যে একটি আলোচনা সভায় পাঁচ সদস্যবিশিষ্টি নতুন কমিটি গঠন করার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এসময় হারদী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইনাল হকসহ আরও উপস্থিত ছিলেন- ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও নবনির্বাচিত মেম্বার গাফ্ফার ফারাজি, সাধারণ সম্পাদক সামসুল হক, সাবেক মেম্বার সিদ্দিকুর রহমান।

সভায় সিদ্ধান্ত হয় পাঁচজন সদস্যের মধ্যে ছোট গ্রাম হওয়ায় প্রাগপুর থেকে দুজন সদস্য ও ওসমানপুরে তিনজন সদস্য মনোনীত করা হবে। এ সভার পর প্রাগপুর গ্রামের পাঁচ নম্বর ওয়ার্ড সভাপতি তানসেন আলী বিদ্যালয়ে গিয়ে তিনটি ফরম জমা দিলে দুইপক্ষের মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে মারধর শিকার হন তানসেন।

এবিষয়ে তানসেন অভিযোগ করে বলেন, ‘৪ নম্বর ওয়ার্ড সভাপতি গাফ্ফার ফারাজি ও তার লোকজন আমাকে টেনে হেচড়ে ব্যাপক মারধর করেছে।’

এবিষয়ে গাফ্ফার ফারাজি জানান, ‘কোনো মারধরের ঘটনা ঘটেনি। তবে একটু ঠেলাঠেলি হয়েছে।’

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

আলমডাঙ্গায় ওয়ার্ড আ.লীগের সভাপতিকে মারধর

আপলোড টাইম : ০৮:২২:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ ডিসেম্বর ২০২১

আলমডাঙ্গার ওসমানপুর-প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনের ফরম জমা দেওয়ার নিয়ে বিরোধের জেরে ওই ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি তানসেনকে মারধরে ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার বিদ্যালয় প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আলমডাঙ্গার ওসমানপুর-প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির মেয়াদ শেষ হয়ে গেলে নতুন কমিটি গঠনের জন্য তফসিল ঘোষণা করা হয়। এরই মধ্যে ওসমানপুর ও প্রাগপুর গ্রামের মধ্যে একটি আলোচনা সভায় পাঁচ সদস্যবিশিষ্টি নতুন কমিটি গঠন করার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এসময় হারদী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইনাল হকসহ আরও উপস্থিত ছিলেন- ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও নবনির্বাচিত মেম্বার গাফ্ফার ফারাজি, সাধারণ সম্পাদক সামসুল হক, সাবেক মেম্বার সিদ্দিকুর রহমান।

সভায় সিদ্ধান্ত হয় পাঁচজন সদস্যের মধ্যে ছোট গ্রাম হওয়ায় প্রাগপুর থেকে দুজন সদস্য ও ওসমানপুরে তিনজন সদস্য মনোনীত করা হবে। এ সভার পর প্রাগপুর গ্রামের পাঁচ নম্বর ওয়ার্ড সভাপতি তানসেন আলী বিদ্যালয়ে গিয়ে তিনটি ফরম জমা দিলে দুইপক্ষের মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে মারধর শিকার হন তানসেন।

এবিষয়ে তানসেন অভিযোগ করে বলেন, ‘৪ নম্বর ওয়ার্ড সভাপতি গাফ্ফার ফারাজি ও তার লোকজন আমাকে টেনে হেচড়ে ব্যাপক মারধর করেছে।’

এবিষয়ে গাফ্ফার ফারাজি জানান, ‘কোনো মারধরের ঘটনা ঘটেনি। তবে একটু ঠেলাঠেলি হয়েছে।’