ইপেপার । আজ বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় কিশোর গ্যাংয়ের ৮ সদস্য আটক

সমীকরণ প্রতিবেদক:
  • আপলোড টাইম : ০৪:৪২:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ডিসেম্বর ২০২১
  • / ৯৯ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা শহরের আরামপাড়া থেকে কিশোর গ্যাংয়ের ৮ জন সদস্যকে আটক করেছে ঝিনাইদহ র‌্যাব-৬। গত সোমবার রাত সাড়ে ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এই আটজন কিশোরকে আটক করে র‌্যাব। গতকাল মঙ্গলবার বেলা আড়াইটার দিকে ঝিনাইদহ র‌্যাব-৬ এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।


র‌্যাব-৬ প্রেসবিজ্ঞপ্তিতে জানায়, বর্তমানে শহর-গ্রামের পাড়ার-গলি, স্কুল-কলেজ গেট অথবা কোনো উদ্যাণে ১১ থেকে ১২ এবং ১৬ থেকে ১৭ বছরের দলবদ্ধ কিছু কিশোর দেখা যায়। যাদের চাহনিতে আছে রুক্ষতা, নেই নম্রতা-ভদ্রতার ছাপ। তারা অশ্লীল অঙ্গভঙ্গি, মোটরসাইকেলে বিরক্তিকর হর্ন বাজিয়ে প্রকাশ্যে মানুষকে উত্ত্যক্ত করাসহ বিভিন্ন গ্রুপের সাথে জড়িয়ে বিশেষ করে রাতে শহরের বিভিন্ন স্থানে ছিনতাই, চুরি, ইভটিজিং, সাইবার ক্রাইমসহ অন্যান্য অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করে। এসমস্ত অপরাধ দমনে র‌্যাব বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে থাকে।

এরই ধারাহিকতায় গত সোমবার রাত সাড়ে ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা শহরের আরামপাড়ায় অভিযান পরিচালনা করে কিশোর গ্যাংয়ের ৮ জন সদস্যকে আটক করা হয়েছে। এসময় তদের কাছ থেকে ৭টি মোবাইল ও ১৪টি সীমকার্ড উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত কিশোর গ্যাং সদস্যরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা তাদের অপরাধ স্বীকার করে এবং নিজেদের সংশোধণের জন্য র‌্যাবের নিকট প্রতিশ্রুতি দেয়। পরবর্তীতে তাদের প্রতিশ্রুতি অনুযায়ী ঝিনাইদহ র‌্যাব-৬ চুয়াডাঙ্গা জেলার সদর থানার সমাজ সেবা অধিদপ্তর, সিজিএম কোর্ট-এর প্রবেশন অফিসারের নিকট এই আটজন কিশোরকে হস্তান্তর করে বলেও প্রেসবিজ্ঞপ্তিতে জানায়।

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় কিশোর গ্যাংয়ের ৮ সদস্য আটক

আপলোড টাইম : ০৪:৪২:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ডিসেম্বর ২০২১

চুয়াডাঙ্গা শহরের আরামপাড়া থেকে কিশোর গ্যাংয়ের ৮ জন সদস্যকে আটক করেছে ঝিনাইদহ র‌্যাব-৬। গত সোমবার রাত সাড়ে ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এই আটজন কিশোরকে আটক করে র‌্যাব। গতকাল মঙ্গলবার বেলা আড়াইটার দিকে ঝিনাইদহ র‌্যাব-৬ এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।


র‌্যাব-৬ প্রেসবিজ্ঞপ্তিতে জানায়, বর্তমানে শহর-গ্রামের পাড়ার-গলি, স্কুল-কলেজ গেট অথবা কোনো উদ্যাণে ১১ থেকে ১২ এবং ১৬ থেকে ১৭ বছরের দলবদ্ধ কিছু কিশোর দেখা যায়। যাদের চাহনিতে আছে রুক্ষতা, নেই নম্রতা-ভদ্রতার ছাপ। তারা অশ্লীল অঙ্গভঙ্গি, মোটরসাইকেলে বিরক্তিকর হর্ন বাজিয়ে প্রকাশ্যে মানুষকে উত্ত্যক্ত করাসহ বিভিন্ন গ্রুপের সাথে জড়িয়ে বিশেষ করে রাতে শহরের বিভিন্ন স্থানে ছিনতাই, চুরি, ইভটিজিং, সাইবার ক্রাইমসহ অন্যান্য অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করে। এসমস্ত অপরাধ দমনে র‌্যাব বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে থাকে।

এরই ধারাহিকতায় গত সোমবার রাত সাড়ে ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা শহরের আরামপাড়ায় অভিযান পরিচালনা করে কিশোর গ্যাংয়ের ৮ জন সদস্যকে আটক করা হয়েছে। এসময় তদের কাছ থেকে ৭টি মোবাইল ও ১৪টি সীমকার্ড উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত কিশোর গ্যাং সদস্যরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা তাদের অপরাধ স্বীকার করে এবং নিজেদের সংশোধণের জন্য র‌্যাবের নিকট প্রতিশ্রুতি দেয়। পরবর্তীতে তাদের প্রতিশ্রুতি অনুযায়ী ঝিনাইদহ র‌্যাব-৬ চুয়াডাঙ্গা জেলার সদর থানার সমাজ সেবা অধিদপ্তর, সিজিএম কোর্ট-এর প্রবেশন অফিসারের নিকট এই আটজন কিশোরকে হস্তান্তর করে বলেও প্রেসবিজ্ঞপ্তিতে জানায়।