আলমডাঙ্গার আইলহাঁস ইউনিয়ন জামায়াতের আমিরের পদত্যাগ
- আপলোড টাইম : ০৬:৫০:১০ পূর্বাহ্ন, শনিবার, ৮ জুলাই ২০১৭
- / ৩৬২ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার আইলহাঁস ইউনিয়ন জামায়াতের আমির (সভাপতি) মানোয়ার হোসেন পদত্যাগ করেছেন। গতকাল শুক্রবার বাদ জুম্মা বাংলাদেশ জামায়াতে ইসলাম’র কেন্দ্রীয় আমির বরাবর লিখিত পদত্যাগ পত্রটি আলমডাঙ্গা উপজেলা আমিরের কাছে জমা দেন। এসময় পদত্যাগ পত্রটি গ্রহন করেন বাংলাদেশ জামায়াতে ইসলাম আলমডাঙ্গা উপজেলা শাখার আমির ও নাগদাহ ইউপি চেয়ারম্যান দারুস সালাম।
লিখিত পদত্যাগ পত্রে মানোয়ার হোসেন উল্লেখ করেন, আমি দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ জামায়াতে ইসলাম আইলহাঁস ইউনিয়ন শাখার আমির (সভাপতি) হিসেবে দায়িত্ব পালন করে আসছি। বর্তমানে আমার শারিরিক অসুস্থতা ও আর্থিক কারণে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে অপারগতা প্রকাশ করছি। সে কারণে আমি আমার বর্তমান সাংগঠনিক পদ থেকে পদত্যাগ করে অবসর জীবন যাপন করতে চাই।
তবে, মানোয়ার হোসেনের পরিবার সুত্রে জানা গেছে, জামায়াতের সাংগঠনিক পদে থাকায় প্রাায়ই পুলিশ তাকে খুজতে আসে। শান্তিপূর্ণ ও ঝামেলামুক্ত জীবন-যাপনের তাগিদেই আমরা পারিবারিকভাবেই তাকে সাংগঠনিক পদ ছেড়ে স্বাভাবিক জীবন-যাপনের আহবান জানালে সে রাজী হয় এবং নিজ পদ থেকে পদত্যাগ করে।
পদত্যাগ পত্র গ্রহনের বিষয়ে আলমডাঙ্গা উপজেলা জামায়াতের আমির দারুস সালামের নিকট জানতে চাইলে তিনি বলেন, আইলহাঁস ইউনিয়ন জামায়াতের আমিরের পদত্যাগ পত্রটি আমি হাতে পেয়েছি।