মেহেরপুরে মহিলা আ.লীগের উদ্যোগে আইভি রহমানের ১৩তম শাহাদৎ বার্ষিকী পালন
- আপলোড টাইম : ১০:১৬:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অগাস্ট ২০১৬
- / ৪৫১ বার পড়া হয়েছে
মেহেরপুর অফিস: প্রগতিশীল নারী আন্দোলনের কালজয়ী নেত্রী, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভানেত্রী আইভি রহমানের ১৩তম শাহাদৎ বার্ষিকী পালন করেছে মেহেরপুর জেলা মহিলা আওয়ামীলীগ। গতকাল বুধবার বিকেলে হোটেল বাজার মোড়ে এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী তহমিনা অবেদিন। প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক জেলা আওয়ামীলীগের সভাপতি জয়নাল আবেদিন। প্রধান বক্তা ছিলেন জেলা পরিষদের প্রশাসক এ্যাড. মিয়াজান আলী। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব গোলাম রসুল, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক লাভলী ইয়াসমিন, থানা মহিলা আওমীলীগের সভানেত্রী সুফিয়া আক্তার জামিলা, পৌর মহিলা আওমীলীগের সভানেত্রী রেহেনা মান্নান ও সাধারন সম্পাদক সামছুন্নাহার ঝুনু প্রমুখ। বক্তব্য রাখেন সাবেক জেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান, জেলা বাস্তহারালীগের সভাপতি ফিরোজ আলী ও সাধারন সম্পাদক রাফিউল ইসলাম রকি,জেলা শ্রমিকলীগের আহবায়ক এনামুল হক, জেলা মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সাধারন সম্পাদক রিংকু মাহমুদ, জেলা বাস্তহারালীগের সাংগঠনিক সম্পাদক খাইরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর থানা বাস্তহারালীগের সাধারন সম্পাদক এস এম রাসেল।