বিভাগীয় প্রতিনিধি সভায় যোগ দেয়ার বিষয়ে দর্শনায় প্রস্তুতি অনুষ্ঠানে এমপি টগর : দেশ উন্নয়নে বর্তমান আ’লীগ সরকারের বিকল্প নেই
- আপলোড টাইম : ০৬:৩৬:১৬ পূর্বাহ্ন, শনিবার, ৮ জুলাই ২০১৭
- / ৩৩৩ বার পড়া হয়েছে
দর্শনা অফিস: খুলনায় আ.লীগের বিভাগীয় জেলা, উপজেলা, পৌর ইউনিয়ন ও ওয়ার্ড শাখার প্রতিনিধি সভা সফল করতে দর্শনায় আ.লীগ ও দলের অঙ্গসংগঠনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সাড়ে ৩টার দিকে দর্শনা অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা আ.লীগের সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা-২ আসনের মাননীয় সংসদ সদস্য হাজী আলী আজগার টগর। এসময় এমপি টগর বলেন, বর্তমান আ.লীগ সরকার ক্ষমতায় এসে দেশ উন্নয়নে নিরলসভাবে কাজ করছে। দেশের সার্বিক অবস্থা আজ উন্নতির দিকে। বঙ্গবন্ধরু স্বপ্ন বাস্তবায়ন করতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে সকলে মিলেমিশে কাজ করি। সেই সাথে আগামী ৯ জুলাই খুলনায় আ.লীগের বিভাগীয় প্রতিনিধি সভা সফল করতে সকলে সমাবেত হই।
দামুড়হুদা উপজেলা আ.লীগের যুগ্ম-সম্পাদক পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের চেয়ারম্যান এসএম জাকারিয়া আলমের উপস্থাপনায় বিশেষ অতিথি থেকে বক্তব্য রাখেন, চুয়াডাঙ্গা জেলা আ.লীগের সাবেক সিনিয়র সহ সভাপতি আলী আহম্মদ, চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু, জীবননগর উপজেলা চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল, জীবনগর পৌর মেয়র জাহাঙ্গীর আলম, দামুড়হুদা উপজেলা আ’লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, দর্শনা পৌর আ’লীগের সভাপতি শহিদুল ইসলাম, বাঁকা ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মর্তুজা, চুয়াডাঙ্গা সদর আ.লীগের যুগ্ম-সম্পাদক মিজানুর রহমান টিপু, উথলী ইউনিয়ন আ.লীগের সভাপতি সোহরাব,
এছাড়া, চুয়াডাঙ্গা সদরের মোমিনপুর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম ফারুক জোয়ার্দ্দার, চিৎলা ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান, দামুড়হুদার কুড়ুলগাছি ইউপি চেয়ারম্যান শাহ মো. এনামুল করিম ইনু, কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান খলিলুর ররহমান ভুট্ট।
এসময় উপস্থিত ছিলেন, আ.লীগ নেতা রবিউল হক, আব্দুল কাদের প্রধান, খবির উদ্দিন বিশ্বাস, হামিদুল্লাহ, সৌরভ হোসেন, ইছাহক আলী, এ্যাড. তসলিম উদ্দিন ফিরোজ, মিলন, আব্দুল রাজ্জাক, পিন্টু, উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক আব্দুল হান্নান ছোট, শেখ আসলাম উদ্দিন তোতা, শাহিন রেজা, বাকু, রানা, দয়াল, জাকারিয়া, টুকু, ছাত্রলীগের রফিকুল ইসলাম ববি, নাহিদ পারভেজ, তোফাজ্জেল হোসেন তপু, লোমান, আলামিন, অপু প্রমূখ।