দামুড়হুদায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনা : আহত ২ : ঢাকায় রের্ফাড ১
- আপলোড টাইম : ০৬:৩০:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ৮ জুলাই ২০১৭
- / ৩৯৫ বার পড়া হয়েছে
দামুড়হুদা অফিস: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার লোকনাথপুর ও ডুগডুগি বাবু (২৮) ও জবেদা খাতুন সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে। বাবু লোকনাথপুর গ্রামের কালা চাদের ছেলে ও জবেদা খাতুন তারানিপুর গ্রামের আঃরহমানের স্ত্রী বৃহস্পতিবার দুপুরে ও শুক্রবার সন্ধা ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষ্যদর্শী সুত্রে জানা গেছে, গতকাল শুক্রবার সন্ধা ৭টার দিকে দামুড়হুদার লোকনাথপুর গ্রামের কালাচাদের ছেলে বাবু মোটরসাইকেল যোগে ডুগডুগি থেকে লোকনাথপুর বাড়ী ফেরার পথে লোকনাথপুর কবরস্থানের নিকট পৌছালে বিপরিত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সাথে ধাক্কা লাগে এসময় বাবু রাস্তার উপর ছিটকে পড়ে তার একটি পা ভেঙ্গে যায়। স্থানিয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠায়।
অপর দিকে বৃহস্পিতিবার দুপুরে দামুড়হুদার তারানিপুর গ্রামের আঃ রহমানের স্ত্রী জবেদা খাতুন অটোরিক্স্রা যোগে চুয়াডাঙ্গা থেকে বাড়ী ফেরার পথে ডুগডুগি বাজারে পৌছালে অটোরিক্স্রা চালক তার অটোরিক্স্রা রাস্তার প¦াশে রেখে দোকানে কিছু কিনতে গেলে পিছন দিক থেকে আসা একটি ট্রাক তাতে ধাক্কা দিলে জবেদা খাতুন মারাতœক আহত হয়। স্থানিয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠায়। কতব্যরত চিৎকিসক অবস্থা মারাতœক হওয়ায় তাকে রাজশাহী রেফার্ড করেন।