আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসছে
- আপলোড টাইম : ০৬:২৩:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ৮ জুলাই ২০১৭
- / ৩৯৭ বার পড়া হয়েছে
সমীকরণ ডেস্ক: আওয়ামী লীগের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় কার্যনির্বাহী (ওয়ার্কিং) কমিটির বৈঠক আগামীকাল শনিবার। এ বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত হবে। দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে কথা বলে বিষয়গুলো নিশ্চিত হওয়া গেছে। শনিবার বিকেল ৫টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত হবে এ বৈঠক। সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ। যেসব বিষয়ে বৈঠকে আলোচনা ও সিদ্ধান্ত হবে তার মধ্যে রয়েছে, ১৫ আগস্টের কর্মসূচি, দলের সদস্য সংগ্রহ অভিযান ও নবায়ন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন, ষোড়শ সংশোধনীর রায়, তৃণমূলে সাংগঠনিক অবস্থা ও বাজেট পরবর্তীতে সাধারণ মানুষের প্রতিক্রিয়া নিয়ে আলোচনা। এছাড়া আসছে শোকের মাস আগস্ট। এ মাসকে কেন্দ্র করে প্রতি বছরই আওয়ামী লীগ মাসব্যাপী বিস্তারিত কর্মসূচি ঘোষণা করে। এবারও মাসব্যাপী কর্মসূচি হাতে নেবে আওয়ামী লীগ। কালকের বৈঠকে সেই কর্মসূচি চূড়ান্ত করা হবে। একই সঙ্গে দেশব্যাপী কর্মসূচি পালনে বৈঠক থেকে নির্দেশনা দেয়া হবে। দলের সাংগঠনিক সম্পাদক এনামূল হক শামীম বলেন, কার্যনির্বাহী কমিটির বৈঠকে সাংগঠনিক বিষয় সমূহ বেশি গুরুত্ব পাবে। দলের সদস্য সংগ্রহ অভিযান ও সদস্য নবায়ন এর কাজ চলছে। আগামী ২/৩মাসের মধ্যে সদস্য সংগ্রহ ও নবায়নের কাজ শেষ হবে।