মাগুরায় দর্শনা ডিলাক্সের চাকা ফেটে গাছের সাথে ধাক্কার পর দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ
- আপলোড টাইম : ০৪:২২:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুলাই ২০১৭
- / ৪১৬ বার পড়া হয়েছে
মাগুরায় দর্শনা ডিলাক্সের চাকা ফেটে গাছের সাথে ধাক্কার পর দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ
দামুড়হুদা কানাইডাঙ্গার হাবিবুরসহ নিহত ২ : আহত অন্তত ২০
হেলাল হোসেন, মাগুরা: দর্শনা ডিলাক্স পরিবহনের সাথে যাত্রীবাহী বাস সোনারতরী পরিবহনের মুখোমুখি সংঘর্ষে চুয়াডাঙ্গার একজনসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন। চুয়াডাঙ্গা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া দর্শনা ডিলাক্সের চাকা (টায়ার) ফেটে গেলে সড়কের পাশে গাছের সাথে ধাক্কা দেয় যাত্রীবাহী বাসটি। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে সামনের দিক থেকে আসা সোনারতরী পরিবহনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে মাগুরা সদর উপজেলার আলমখালীতে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী বাস দর্শনা ডিলাক্স পরিবহন বৃহস্পতিবার রাত ১১টার দিকে মাগুরা সদর উপজেলার আলমখালী এলাকায় পৌছালে বাসের সামনের চাকা (টায়ার) ফেটে যায়। এসময় সড়কের পাশে থাকা গাছের সাথে ধাক্কা লাগে যাত্রীবাহী বাসের। দুর্ঘটনা কবলিত দর্শনা ডিলাক্সপরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীতমুখি সোনারতরী নামের অপর একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
মাগুরা সদর থানার পরিদর্শক (অপারেশন) সাইদুর রহমান জানান, দুইটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে নেয়ার পথে আরও একজন মারা যায়। এ দুর্ঘটনায় দুই বাসের কমপক্ষে ২০ যাত্রী আহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন চুয়াডাঙ্গা দামুড়হুদার কানাইডাঙ্গা গ্রামের বলে জানা গেলেও অপর নিহতের পরিচয় পাওয়া যায়নি।
মাগুরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. মনিরুজ্জামান জানান, মাগুরা-ঝিনাইদহ সড়কের আলমখালী বাজার এলাকায় দর্শনা ডিলাক্স ও সোনারতরী পরিবহনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলেই অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়। এছাড়া সংঘর্ষে দুই বাসের অন্তত ২০ যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ১২ জনকে মাগুরা সদর হাসপাতালে নেয়া হলে আরও একজন মারা যান। হাসপাতালে চিকিৎসাধীন আহতদের মধ্যে কয়েকজন হলেন, জাফর, সাগর, হানিফ, মুকুল, ফারুক, জাহাঙ্গীর, মিঠুন, সালাম, আশিক, সেলিম ও জাহিদ। নিহত দুজনের মধ্যে একজন চুয়াডাঙ্গা দামুড়হুদার কানাইডাঙ্গা গ্রামের আব্দুর রউফের ছেলে হাবিবুর রহমান। তিনি সোনারতরী পরিবহনের চালক বলে প্রাথমিকভাবে ধারনা করছে ফায়ার সার্ভিসের সদস্যরা। তবে ঘটনাস্থলে নিহত অজ্ঞাত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি বলে জানিয়েছেন মাগুরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মনিরুজ্জামান।