চুয়াডাঙ্গা গোরস্থানপাড়ার বহুল আলোচিত শিশু রুবিনা ধর্ষণ ও হত্যা মামলা অন্যতম আসামী ফার্মপাড়ার সাদ্দাম আটক : জেলহাজতে প্রেরণ
- আপলোড টাইম : ০৪:১৪:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুলাই ২০১৭
- / ৬০৪ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গা গোরস্থানপাড়ার বহুল আলোচিত শিশু রুবিনা ধর্ষণ ও হত্যা মামলা
অন্যতম আসামী ফার্মপাড়ার সাদ্দাম আটক : জেলহাজতে প্রেরণ
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌর এলাকার গোরস্থানপাড়ায় ৩য় শ্রেণীর মেধাবী ছাত্রী শিশু রুবিনাকে ধর্ষণ ও হত্যা মামলার অন্যতম আসামী সাদ্দাম হোসেন (২০) কে জেলহাজতে প্রেরণ করেছে আদালত। সে ফার্মপাড়ার জাহিদ হোসেনের ছেলে। গত বুধবার রাতে আলমডাঙ্গা শহর থেকে থেকে সাদ্দাম কে আটক করে চুয়াডাঙ্গা ডিবি পুলিশের একটি দল। পরদিন সকালে তাকে আদালতে প্রেরণ করা হলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. আব্দুল হালিম তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
প্রসঙ্গত, গত ২মে স্কুলছাত্রী শিশু রুবিনাকে ধর্ষণ শেষে হত্যা করে নিজবাড়ির আমগাছে ঝুলিয়ে রাখা হয়। এ ঘটনার ৫দিনপর চুয়াডাঙ্গা সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী) ২০০৩ এর ৯(২) ধারায় একটি মামলা দায়ের করা হয়। মামলাটি করেন রুবিনার মা চায়না খাতুন। মামলার বিবরণ সূত্রে, চুয়াডাঙ্গা শহরের দক্ষিণ গোরস্তানপাড়ার রবিউল হকের মেয়ে রুবিনা আখতার গত ২ মে দুপুর ১টার দিকে মারা যায়। বাড়ির পাশের একটি আমগাছ থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। তার মৃত্যুকে প্রাথমিকভাবে সবাই আত্মহত্যা বলে ধরে নেয়। ২ মে সন্ধ্যায় পুলিশ লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠায়। পরদিন লাশের ময়নাতদন্ত হয়। চুয়াডাঙ্গা থানায় একটি অপমৃত্যু মামলা হয়। এদিকে ঘটনার পর থেকে এলাকায় ছিল নানা গুঞ্জন। প্রতিবেশী মৃত আব্দুল মালেকের ছেলে হুমায়ুন বাঙ্গালকে (৪৩) ঘিরে ছিল আলোচনা সমালোচনার ঝড়। অন্যতম আসামী সাদ্দামও প্রায় ওই বাড়িতে যাতায়াত করতো।