জীবননগর ডিগ্রি কলেজের রাস্তাটির বেহাল দশা!
- আপলোড টাইম : ০৪:১২:১২ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুলাই ২০১৭
- / ৪১৩ বার পড়া হয়েছে
জীবননগর অফিস: জীবননগর ডিগ্রি কলেজের রাস্তাটির বেহাল অবস্থা অনেকদিন ধরেই রয়েছে। দীর্ঘদিন সংস্কার না করায় রাস্তার বেশির ভাগ স্থানে বড় বড় খানাখন্দে ভরে গেছে। প্রতিনিয়ত ঘটছে ছোট ছোট দূর্ঘটনা। যে কোন মুহুর্তে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। জীবননগর উপজেলাসহ পাশ্ববর্তী উপজেলার সুনামধন্য কলেজ জীবননগর ডিগ্রি কলেজ। কলেজের বর্তমান যে রাস্তাটি আছে সেই রাস্তা দিয়ে ভারি বৃষ্টির সময় শিক্ষক, শিক্ষার্থীসহ সাধারন মানুষের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হয়। এছাড়াএকটু বৃষ্টি হলেই রাস্তার মাঝে হাটু পানিতে পরিনত হয়। যার ফলে শিক্ষার্থীদের চলাচলে পড়ে চরম বিপাকে। জীবননগর ডিগ্রি কলেজের রাস্তাটি সংস্কারের জন্য সরকারী ভাবে নেই কোন উদ্যোগ বলে জানা যায়। এটি সংস্কারে নেই কারো কারও মাথা ব্যাথা। তাই এলাকাবাসীসহ শিক্ষার্থীদের দাবি জীবননগর ডিগ্রি কলেজের প্রধান ফটকে একটি গেট ও শিক্ষার্থীদের যাতায়াতের জন্য কলেজের এই রাস্তাটি সংস্কারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নজন দিবেন। এছাড়া চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগার টগরের দৃষ্টি আকর্ষণ করেছে জীবননগরের সচেতন মহল।