খাড়াগোদায় শাহ্জালাল মাজারের দরবেশ সেজে মুঠোফোনে হাতিয়ে নিলো নগদ টাকা
- আপলোড টাইম : ১০:১১:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অগাস্ট ২০১৬
- / ৩৫৯ বার পড়া হয়েছে
তিতুদহ প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের খাড়াগোদা গ্রামের ছেনা মালিতার পুত্র ছালামের কাছ থেকে গত সোমবার নগত ২৩ হাজার টাকা হাতিয়ে নেয় প্রতারক চক্র। জানা গেছে গত সোমবার আনুমানিক রাত ১টার দিকে ছালামের মোবাইলে একটি অচেনা নাম্বার থেকে হঠাৎ কল আসে কলটি রিসিভ করতেই ছালাম শুনতে পারে একজন পুরুষ তাকে বলছে আমি হযরত শাহ্জালাল মাজারের খাদেম সিলেট থেকে বলছি তোর তো খুব বিপদ তোর সন্তান মারা যাবে তাড়াতাড়ি বাবা শাহ্জালালের খুশির জন্য মোমবাতি, আগরবাতি, গোলাপজল কেনার জন্য ১হাজার টাকা দিতে হবে। তারা আরও বলে এই কথা যেন অন্য কেউ জানতে না পারে ছালাম ও তার স্ত্রী প্রতারক চক্রের কথা বিশ্বাস করে এবং তাদের দেওয়া ০১৭০৮৮৮৪৫৬৩ বিকাশ নাম্বারে ১ হাজার টাকা পাঠিয়ে দেয় এবং কথাটি গোপন রাখে। পর দিন আবার ঐ নাম্বার থেকে ফোন আসে ছালামের মোবাইলে সে আরও ২২ হাজার টাকা চেয়ে বসে এবং হুমকি দেয় তার মেয়েকে জ্বিন নিয়ে গিয়ে হত্যা করবে এবং মোবাইলে বিভিন্ন ধরনের ভয়ংকর শব্দ শোনান ছালাম ও তার স্ত্রীকে। পরে ছালাম তার একটি এঁড়ে গরু বিক্রি করে আবার ঐ নাম্বারে বিকাশ করে টাকা পাঠাই। পরে ছালাম বুঝতে পারে সে কোন প্রতারক চক্রের খপ্পরে পড়েছে। তারপর ঘটনাটি আশেপাশে জানাজানি হলে সবাই ভিড় জমায় ছালামের বাড়িতে। এ বিষয়ে ছালাম ও তার পরিবারের লোকজন খুবই মর্মাহত। গতকাল সদর থানায় ছালাম প্রতারকের মোবাইল নাম্বারে একটি জিডি করে।