মেহেরপুরে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল’র সেমিনার অনুষ্ঠিত
- আপলোড টাইম : ০৪:১১:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুলাই ২০১৭
- / ৪৮৪ বার পড়া হয়েছে
আ.লীগ ও বিএনপি’র নেতৃবৃন্দ, সাংবাদিক, এনজিও কর্মকর্তাদের অংশগ্রহনে
মেহেরপুরে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল’র সেমিনার অনুষ্ঠিত
মেহেরপুর অফিস: মেহেরপুরে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল’র “সমৃদ্ধ রাজনৈতিক পরিবেশ: প্রত্যাশা ও করণীয়” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার সময় মেহেরপুর জেলা পরিষদ মিলনায়তনে ‘সমৃদ্ধ রাজনৈতিক পরিবেশ ও প্রত্যাশা করণীয়’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল (ডিআই)’র আয়োজনে সেমিনারে চারটি ধারা এবং নয়টি উপধারার সংশ্লিষ্ট বিষয়ের উপর দশজন করে সাতটি গ্রুপ বিভিন্ন সুপারিশমালা তুলে ধরেন। সাতটি গ্রুপের মধ্যে থেকে ৭টি দলের দলনেতা হিসেবে দলের অন্যান্য সদস্যদের সম্মিলিত সুপারিশমালা তুলে ধরেন মেহেরপুর জেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুর রহিম, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মোখলেসুর রহমান খোকন, গাংনী উপজেলা বিএনপির সভাপতি রেজাউল হক, জেলা মহিলা আওয়ামীলীগের সাবেক সভানেত্রী ও জেলা পরিষদের সদস্য শামিম আরা হীরা, জাতীয় দৈনিক কালের কন্ঠ মেহেরপুর প্রতিনিধি ইয়াদুল মোমিন, সেভ দ্য চিলড্রেনের জ্যৈষ্ঠ ব্যবস্থাপক ফারুক হোসেন, প্রতিদিনের সংবাদ প্রতিনিধি মাহবুব চান্দু প্রমূখ। অনুষ্ঠানে আওয়ামীলীগ ও বিএনপি’র জেলা পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ, সাংবাদিক, এনজিও কর্মকর্তারা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের রিজিওনাল কো-অর্ডিনেটর আমেনা সুলতানা জয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন দোদুল, জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহমান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, জেলা নির্বাচন কর্মকর্তা মো. রোকনুজ্জামান।
মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি ফরহাদ হোসেন দোদুল তাঁর বক্তব্যে বলেন, মেহেরপুরে রাজনীতির যে ইতিহাস রয়েছে তাতে একে অপরের প্রতি সহাবস্থান, শ্রদ্ধাবোধ রয়েছে। আমরা যখন ক্ষমতার অপব্যবহার করি তখনই ডেমোক্রেসি বেশি ক্ষতিগ্রস্থ হয়। তিনি আরো বলেন, আমি মনে করি আমি যদি অন্য কাউকে শ্রদ্ধা করি তাহলে আমার যত ফলোয়ার্স রয়েছে তারাও শ্রদ্ধা করবে। গণতন্ত্রের বিষয়টি হচ্ছে আপনার পজিটিভ আচরণ, আপনার ব্যবহার, আপনার মানসিকতা। এগুলোর মাধ্যমেই গণতন্ত্রের বিকাশ ঘটাতে হবে।
জেলা বিএনপি’র সহ-সভাপতি আব্দুর রহমান বলেন, কেন্দ্রীয় নেতৃবৃন্দ সিদ্ধান্ত নিবে কিভাবে নির্বাচন হবে। আর আমরা মেহেরপুরের নেতারা ঐক্যবদ্ধভাবে মেহেরপুরের উন্নয়নের স্বার্থে কাজ করে যাবো। আওয়ামীলীগ নেতাদের প্রতি আহবান জানিয়ে তিনি আরো বলেন, মোহামেডান আছে বলেই আবাহনী ক্লাবের নাম আছে, বিএনপি আছে বলেই আওয়ামীলীগের নাম। তাই, আমরা আশা রাখবো আগামী সংসদ নির্বাচনে সুষ্ঠভাবে, শান্তিপূর্ণভাবে সকল দল অংশ নিতে পারে সেদিকে খেয়াল রাখার আহ্বানও জানান।
অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর পলিটিক্যাল ফেলো ও জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহনেওয়াজ সোহান।