জিয়া হত্যা মামলায় রামদিয়ার সেলিম জেলহাজতে
- আপলোড টাইম : ০৪:০৪:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুলাই ২০১৭
- / ৪১৩ বার পড়া হয়েছে
গোয়েন্দা পুলিশের অভিযানে আলমডাঙ্গার মৎস্য ব্যবসায়ী হত্যা মামলার আসামি আটক
জিয়া হত্যা মামলায় রামদিয়ার সেলিম জেলহাজতে
নিজস্ব প্রতিবেদক: আলমডাঙ্গা কায়েতপাড়ার মৎস্য ব্যবসায়ী জিয়া হত্যা মামলার আসামি সেলিমকে জেলহাজতে পাঠানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার সেলমকে আদালতে সোপর্দ করলে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন বিজ্ঞ বিচারক। গত বুধবার রাতে উপজেলার রামদিয়া বাজার থেকে সেলিমকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ।
জানা যায়, আলমডাঙ্গার কায়েতপাড়া মৎস্যজীবী সমিতির সভাপতি জিয়াউর রহমান জিয়া হত্যা মামলার সন্দেহভাজন আসামি সেলিমকে আটক করে চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশ। আটককৃত সেলিম (৩৫) আলমডাঙ্গা উপজেলার রামদিয়া বাজার এলাকার ইদ্রিস আলীর ছেলে। জিয়া হত্যার ঘটনায় জড়িত সন্দেহে গত বুধবার রাতে রামদিয়া বাজার থেকে তাকে আটক করা হয়। রাতেই সেলিমকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেয়া হয়। পরে গতকাল বৃহস্পতিবার আলমডাঙ্গা থানা পুলিশ সেলিমকে আদালতে সোপর্দ করলে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন বিজ্ঞ বিচারক।