ইপেপার । আজ বুধবার, ১৯ মার্চ ২০২৫

আলমডাঙ্গায় গোডাউন থেকে কর্মচারীর ঝুলন্ত লাশ উদ্ধার

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৪:২৪:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০১৭
  • / ১০৫০ বার পড়া হয়েছে

বেলগাছী প্রতিনিধি: আলমডাঙ্গা শহরের হাইরোডে বেডিং গোডাইনে কর্মচারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার সকালে গোডাউন খুলে ছোট ভাইয়ের ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দেয় সলেকিন। এসময় পুলিশ এসে লাশ উদ্ধার করে সকাল ১০টার দিকে ময়নাতদন্তের জন্য লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠাই। জানা গেছে, দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামে আব্দুল মান্নানের ছোট ছেলে সাকিব (১৫) এক বছর ধরে আলমডাঙ্গা শহরের হাইরোডে সাকিবের বোনের শ্বশুর খোকনের বেডিং দোকানে কাজ করতো। সাকিবের ভাই সালেকিনও সালেকিনও একই দোকানে করে। গত ৪ জুলাই রাত ৯টার দিকে দোকান বন্ধ করে সাকিবের ভাই সালেকিন বাসায় যায়। কিছুক্ষন পর সালেকিনসহ তার দুলাভাই সাইদ সাকিব না পেয়ে খুঁজতে থাকে। এমনকি অনেকবার তার মোবাইলে কল দিলে কল রিসিভ হয়নি। রাত ১২টার দিকে আলমডাঙ্গা থানাতেও খুঁজতে যায় সালেকিন। এদিকে, ভোর পাঁচটায় সালেকিন হাত মুখ ধুয়ে দোকান খুলে দোকান ঝাড়– দিতে ভিতরে গিয়ে সাকিবের ঝুলন্ত লাশ চিৎকার শুরু করেন। এসময় স্থানীয়রা ছুটে এসে লাশ দেখে পুলিশে সংবাদ দেয়। পরে আলমডাঙ্গা থানা পুলিশের একটি দল সাকিবের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। এদিকে, ময়না তদন্ত শেষে গ্রাম জয়রামপুরে গতকালই সাকিবের দাফনকার্য সম্পন্ন হয় বলে জানা যায়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

আলমডাঙ্গায় গোডাউন থেকে কর্মচারীর ঝুলন্ত লাশ উদ্ধার

আপলোড টাইম : ০৪:২৪:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০১৭

বেলগাছী প্রতিনিধি: আলমডাঙ্গা শহরের হাইরোডে বেডিং গোডাইনে কর্মচারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার সকালে গোডাউন খুলে ছোট ভাইয়ের ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দেয় সলেকিন। এসময় পুলিশ এসে লাশ উদ্ধার করে সকাল ১০টার দিকে ময়নাতদন্তের জন্য লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠাই। জানা গেছে, দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামে আব্দুল মান্নানের ছোট ছেলে সাকিব (১৫) এক বছর ধরে আলমডাঙ্গা শহরের হাইরোডে সাকিবের বোনের শ্বশুর খোকনের বেডিং দোকানে কাজ করতো। সাকিবের ভাই সালেকিনও সালেকিনও একই দোকানে করে। গত ৪ জুলাই রাত ৯টার দিকে দোকান বন্ধ করে সাকিবের ভাই সালেকিন বাসায় যায়। কিছুক্ষন পর সালেকিনসহ তার দুলাভাই সাইদ সাকিব না পেয়ে খুঁজতে থাকে। এমনকি অনেকবার তার মোবাইলে কল দিলে কল রিসিভ হয়নি। রাত ১২টার দিকে আলমডাঙ্গা থানাতেও খুঁজতে যায় সালেকিন। এদিকে, ভোর পাঁচটায় সালেকিন হাত মুখ ধুয়ে দোকান খুলে দোকান ঝাড়– দিতে ভিতরে গিয়ে সাকিবের ঝুলন্ত লাশ চিৎকার শুরু করেন। এসময় স্থানীয়রা ছুটে এসে লাশ দেখে পুলিশে সংবাদ দেয়। পরে আলমডাঙ্গা থানা পুলিশের একটি দল সাকিবের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। এদিকে, ময়না তদন্ত শেষে গ্রাম জয়রামপুরে গতকালই সাকিবের দাফনকার্য সম্পন্ন হয় বলে জানা যায়।