মেহেরপুরে প্রধান শিক্ষকদের উদ্যোগে : জেলা শিক্ষা অফিসারকে বিদায় সংবর্ধনা
- আপলোড টাইম : ০৪:২১:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০১৭
- / ৩৩৪ বার পড়া হয়েছে
মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর জেলা শিক্ষা অফিসার শুভাষ চন্দ্র গোলদার চাকুরী থেকে অবসর গ্রহন করায় তাকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টার দিকে জেলা শিক্ষা অফিস কার্যালয়ে ভারপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার মুহম্মদ আব্দুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদায়ী জেলা শিক্ষা কর্মকর্তা শুভাস চন্দ্র গোলদার। জেলার সকল মাদ্রাসার সুপার ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসার হোসনে মোবারক, প্রধান শিক্ষক ইদ্রিস আলী, আশারাফুজ্জামান, আবুল কাশেম, তাহাজ উদ্দিন, আব্দুল মান্নান, আনোয়ারুল ইসলাম, ইসলাইল হোসেন, এমদাদুল হক ডাবলু, সহকারী প্রধান শিক্ষক আলিফ হোসেন প্রমূখ। পরে বিদায়ী জেলা শিক্ষা কর্মকর্তা শুভাস চন্দ্র গোলদার ফুলেল শুভেচ্ছা ও উপহার সামগ্রী প্রদান করা হয়।