আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে ৩ হোটেল মালিককে জরিমানা : ২ মাদকসেবীকে ১ মাস করে কারাদন্ড প্রদান
- আপলোড টাইম : ০৪:১৫:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০১৭
- / ৪১৫ বার পড়া হয়েছে
বেলগাছী প্রতিনিধি: আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ হোটেল মালিককে ৩ হাজার টাকা জরিমানা ও ২ মাদকসেবীকে ১ মাস করে কারাদন্ডাদেশ প্রদান করা হয়েছে। গতকাল দুপুরে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আজাদ জাহান নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
জানা গেছে, ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে আলমডাঙ্গা রেলস্টেশন বাজারের আলাউদ্দীন হোটেল, শিমুল হোটেল ও হোটেল রয়েলকে ১ হাজার করে মোট ৩ হাজার টাকা জরিমানা করা হয়। হোটেলগুলির অপরিষ্কার ও অস্বাস্থ্যকর পরিবেশের কারণে এ জরিমানা করা হয়। এছাড়া একই সময়ে আলমডাঙ্গা রেলস্টেশনের প্লাটফরম থেকে ২ মাদকসেবীকে আটক করে তাদের নিকট থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয়। তাদের উভয়কে ১ মাস করে কারাদন্ডাদেশ প্রদান করা হয়। জানা গেছে, বকশিপুরের মঈনুদ্দীনের ছেলে নাসির উদ্দীন ও মাজহাট গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে নাজমুল ইসলাম সুরুজ।